JSONify
New
Profile
Logout
Form
JSON
Verified:
Show:
Age
Date of Birth
Pick a date
Date
16/07/2024
Gender
Image URL
Sources
Drag to reorder
Delete
Clear Data
Fill the fields
Bengali
Name
Info
Birth Place
Profession
Bio
"যে হৃদয় শাহাদাতের উচ্চাকাঙ্খা লালন করে, সে হৃদয় কখনো হতাশ হয় না" - তার ফেসবুক থেকে নেওয়া। মাকে টিউশনি করতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ফয়সাল আহমেদ শান্ত। সন্তানকে হারিয়ে যেন সর্বস্বান্ত হয়ে গেছেন জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদী গ্রামের জাকির হোসেন। জানা গেছে, শান্তর বাবা জাকির হোসেন আগে চট্টগ্রামে জাহাজে চাকরি করলেও করোনাকালে তিনি রহমতপুরে ফার্নিচারের ব্যবসা শুরু করেন। এরপর থেকে শান্ত, বৃষ্টি ও তাদের মা চট্টগ্রামে ভাড়া বাসায় থাকতেন। জাকির হোসেন থাকতেন বাবুগঞ্জে। ফয়সাল আহমেদ শান্ত চট্টগ্রামের ওমরগনি এমইসি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। শান্তর মা স্কুলশিক্ষিকা রেশমা আক্তার বলেন, পড়াশোনার পাশাপাশি কয়েকটি টিউশনি করে শান্ত তার হাতখরচ চালাত। আমার একটাই ছেলে। আশা-ভরসা সবই ছিল ছেলেকে ঘিরে। ঘটনার দিন গত ১৬ জুলাই শান্ত টিউশনি করাতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর শান্ত ফিরে আসে লাশ হয়ে। শান্তর বাবা বলেন, আমার ছেলে কারও সঙ্গে কোনো ধরনের ছোট-বড় অপরাধ করে থাকলে মাফ করে দেবেন। আমি একজন শহীদের বাবা। আমার ছেলে সত্য প্রতিষ্ঠা করতে আন্দোলন করেছে। সেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি হত্যাকারীদের বিচার দাবি করেন। গ্রামবাসীরা জানান, মাঝেমধ্যে গ্রামে আসলে তার দেখা মিলত। তবে তার মধ্যে কোনো ধরনের খারাপ কিছু কখনোই লক্ষ করেননি তারা। নামের সঙ্গে হুবহু মিল ছিল শান্তর আচরণের। বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামান মিলন বলেন, শান্ত তার বাবা-মায়ের সঙ্গে চট্টগ্রামে বসবাস করত। মাঝেমধ্যে গ্রামে আসত। খুব শান্ত প্রকৃতির ছেলে ছিল সে। উল্লেখ্য, গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে চট্টগ্রাম মহানগরীর জিইসি দুই নম্বর গেট ও মুরাদপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। ওই সময় মুরাদপুর দুই নম্বর গেটের মাঝামাঝি জায়গায় গুলিবিদ্ধ হন শান্ত। পরিবারের পক্ষ থেকে টিউশনিতে যাওয়ার কথা বলা হলেও শান্তকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা মিসকাত জানান, তাদের সঙ্গেই আন্দোলনে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন শান্ত। বাবুগঞ্জের মহিষাদী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
Cause
পুলিশের গুলিতে নিহত।
English
Name
Info
Birth Place
Profession
Bio
"A heart that nurtures the aspiration for martyrdom never becomes despondent" - taken from his Facebook. Faisal Ahmed Shanto was shot and killed after leaving home, telling his family he was going for tutoring. Zakir Hossain, from Mahishadi village in the Babuganj upazila, seems to have lost everything after losing his son. It is known that Shanto's father, Zakir Hossain, used to work on a ship in Chittagong but started a furniture in Rahmatpur during the pandemic. Since then, Shanto, his sister Brishti, and their mother lived in a rented house in Chittagong, while Zakir Hossain stayed in Babuganj. Faisal Ahmed Shanto was a first-year student in the Accounting department at Omar Gani MEC College in Chittagong. Shanto's mother, school teacher Reshma Akhtar, said, "Alongside his studies, Shanto used to do a few tutoring jobs to manage his pocket money. He was only son. All my hopes and trust were centered around him. On the day of the incident, July 16, Shanto left home saying he was going for tutoring. After that, he returned as a corpse." Shanto's father said, "If my son has committed any minor or major crime with anyone, please forgive him. I am a martyr's father. My son fought to establish the truth. He was brutally murdered there." He demands justice for the killers. Villagers reported that they would occasionally see him when he came to village, but they never noticed anything bad about him. Shanto's behavior was exactly in line with his name. Akhtaruzzaman Milan, chairman of the Rahmatpur Union Parishad in Babuganj, said, "Shanto lived in Chittagong with his parents. He would come to the village occasionally. He was a very calm-natured boy." It is noteworthy that on July 16, the area around GEC Gate No. 2 and Muradpur in Chittagong city turned into a battlefield clashes over the quota reform movement. The clashes lasted for two hours. During that time, Shanto was shot in the middle of the area near Muradpur Gate No. 2. Although the family mentioned he was going for tutoring, Miskat, who brought Shanto to the hospital in a shot condition, stated that he was shot and killed while participating in the movement with them. He has been buried in the family graveyard in Mahishadi village, Babuganj.
Cause
Killed by police gunfire.
Submit Edit Request