JSONify
New
Profile
Logout
Form
JSON
Verified:
Show:
Age
Date of Birth
Pick a date
Date
19/07/2024
Gender
Image URL
Sources
Clear Data
Fill the fields
Bengali
Name
Info
Birth Place
Profession
Bio
১৯ জুলাই ঢাকার মিরপুরের পল্লবীতে বাবা আব্দুর রাজ্জাকের সঙ্গে নামাজ পড়তে বের হয় আসিফ ইকবাল। নামাজ শেষে তার বন্ধুদের সঙ্গে সে রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় আন্দোলনরত ছাত্রদের মিছিলে পুলিশ অতর্কিতভাবে গুলি চালালে সে আহত হয়। পরে তার বন্ধুরা তাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। আসিফ বিবিএ পড়া শেষ করে একটি গার্মেন্টসের বায়িং হাউজেসে চাকরি করত। আসিফ ইকবালের মা ডেইজি বেগম জানান, আসিফ আমাকে জানায়, আম্মা আসতে দেরি হবে। তোমরা খেয়ে নিও। আমি জানতে চেয়েছিলাম, তুমি কোথায় যাবা? ও কিছু বলেনি। তিনি বলেন, এখন সবাই আমাকে বলছে, ছেলেকে কেন বাইরে যেতে দিলাম। বাইরে এত গণ্ডগোল, তারপরও যাইতে দিছেন। আমার ঘর তো এখন খালি- কেউ নাই তো আমার ঘরে। আসিফের বাবা আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার জুমার নামাজ পড়ে সে আমার আগেই বের হয়। সন্ধ্যা পর্যন্ত তার কোনো খবর পাচ্ছিলাম না। সন্ধ্যার দিকে তার বন্ধুরা আমাকে জানায় আসিফের মৃত্যু হয়েছে। পরে সব ঘটনা শুনে কান্নায় ভেঙে পড়ি। তার এমনভাবে চলে যাওয়া আমার পরিবার কোনোভাবেই মেনে নিতে পারছে না। আমরা কার কাছে বিচার চাইব। আল্লাহর কাছে আমাদের সব বিচার। তিনি জানান, হেলিকপ্টার থেকে পুলিশের ছোড়া গুলিতে আসিফের মৃত্যু হয়েছে। গুলি ওর বুকে বিদ্ধ হয়ে বের হয়নি। বুকের মধ্যেই থেকে যায়। তিনি আরও জানান, রাত ১১টার দিকে লাশ নিয়ে আসে, সেদিন রাত ১২টা থেকে কারফিউ থাকায় লাশ নিয়ে গ্রামের বাড়ি মাগুরায় চলে যায়। এখনো আমার মনে হয় পেছনে পেছনে আব্বু বলে ডাকছে। আব্বু ছাড়া কথা বলত না। আসিফ ছাড়া যেন এলাকা ফাঁকা হয়ে গেছে তার সহচরদের কাছে। তার এক বন্ধু জানান, এলাকায় আসিফ নামে অনেকেই চিনত না। মানুষ যখন শুনছে, আসিফ মারা গেছে তখন চিনতে পারে নাই অনেকেই। যখন শুনছে ব্রাদার মারা গেছে, তখন সবাই চিনছে। খুব মিশুক হওয়ায় সবাইকে ব্রাদার ছাড়া কথা বলত না।
Cause
তিনি মিরপুর-১০ এর ফলপট্টি এলাকায় পুলিশের গুলিতে নিহত হন।
English
Name
Info
Birth Place
Profession
Bio
On July 19, Asif Iqbal went out to pray with his father, Abdur Razzak, in Pallabi, Mirpur, Dhaka. After the prayer, he was standing on the street with his friends. At that time, police suddenly opened fire on a procession of protesting students, and he was injured. Later, his friends took him to a private hospital where he died. Asif had completed his BBA and was working in a garment buying house. Asif Iqbal's mother, Daisy Begum, said that Asif told her, 'Mom, I will be late. You guys eat.' I asked him, 'Where are you going?' He didn't say anything. She said, 'Now everyone is telling me, why did I let my son go outside? There is so much trouble outside, yet you let him go.' My house is empty now - there is no one in my house. Asif's father, Abdur Razzak, said that he left earlier than me after praying Jummah on Friday. I had no news of him until evening. In the evening, his friends informed me that Asif had died. After hearing everything, I broke down in tears. His sudden departure is unbearable for my family. Who will we seek justice from? Our justice is with Allah. He said that Asif died from a bullet fired by the police from a helicopter. The bullet hit his chest and did not come out. It remained inside his chest. He also said that they brought the body around 11 pm, and due to the curfew from 12 am that night, they took the body to their village home in Magura. I still feel like he is calling me 'Abbu' from behind. He wouldn't talk without saying 'Abbu.' His companions feel that the area is empty without Asif. One of his friends said that many people in the area did not know him by the name Asif. When people heard that Asif had died, many could not recognize him. When they heard that 'Brother' had died, everyone recognized him. He was very sociable and would only address everyone as 'Brother.'
Cause
He was shot and killed by the police in the Falpatti area of Mirpur-10.
Submit Edit Request