JSONify
New
Profile
Logout
Form
JSON
Verified:
Show:
Age
Date of Birth
Pick a date
Date
19/07/2024
Gender
Image URL
Sources
Drag to reorder
Delete
Clear Data
Fill the fields
Bengali
Name
Info
Birth Place
Profession
Bio
‘বুলেট মাথার ভেতর দিয়ে ঢুকে নাঈমার মাথার মগজ ছিটকে বের হয়ে আসে, আর সেই মগজ আমার হাতে লেগে যায়। নিজের সন্তানের নির্মম বীভৎস মৃত্যু আমি কী করে ভুলে যাব। পুলিশ ইচ্ছে করে পাঁচতলায় আমার মেয়েকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। আমি নিজে দেখেছি পুলিশ বাসার দিকে তাক করে গুলি ছুড়ছে। আমি বুঝে উঠতে পারিনি। কিছু বুঝে ওঠার আগেই মেয়ে মাটিতে লুটিয়ে পড়েছে।’ কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন জুলাই বিপ্লবে প্রথম নারী শহীদ নাঈমা সুলতানার মা আইনুন নাহার। নাঈমা সুলতানার বয়স ১৬ বছর। মাইলস্টোন স্কুলের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। রাজধানী উত্তরার ৭ নম্বর সেক্টরে একটি ভাড়া বাসায় থাকত নাঈমারা। তাদের তিন ভাই-বোনকে নিয়ে মা আইনুন নাহার থাকতেন এই বাসায়। বাবা পল্লিচিকিৎসক, গ্রাম থেকে যাওয়া-আসার মধ্যে থাকেন। ভবনের চারতলায় তাদের বাসা। মা আইনুন নাহার বলেন, ‘আমার বাড়ি, ব্যবসা সব গ্রামে। ঢাকায় এসেছি শুধু নাঈমার লেখাপড়ার জন্য। কোনো বিলাসিতা করি নাই, মেয়ের পড়াশোনার খরচ জোগাতে গিয়ে, সব টাকা-পয়সা তার পেছনে খরচ করেছি। মেয়েটা অত্যন্ত মেধাবী ছিল। বলেছি এ মেয়েই আমার সম্পদ। আমার সেই মেয়েটা শেষ হয়ে গেল, আমার জীবনের সব শেষ।’ ২০২৪ সালের ১৯ জুলাই শুক্রবার পরিবারে নেমে আসে ভয়ানক শোকের ছায়া। তাদের বাসার একটু দূরে উত্তরা আধুনিক মেডিকেলের সামনে ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও তাদের সহযোগী ছাত্রলীগ-যুবলীগের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় অস্ত্রধারী ছাত্রলীগ নেতাকর্মী ও কিছু পুলিশ আশপাশের গলিতে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। বিকাল আনুমানিক ৪টা। নাঈমা তার রুমে বসে ‘বয়কট ছাত্রলীগ’, ‘কোটা সংস্কার চাই’সহ নানা স্লোগানে রঙিন কালিতে প্রতিবাদী পোস্টার আঁকছিল। এ অবস্থায় বাসার সামনে চিৎকার-চেঁচামেচির শব্দে দৌড়ে বারান্দায় আসে দেখতে। তার বাসার নিচে তখন আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়ছিল। তখন হাতে থাকা মোবাইলে ভিডিও অন করে নিচের দিকে তাক করতেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। গুলির আঘাতে মুহূর্তেই মেঝেতে লুটিয়ে পড়ে নাঈমা। নাঈমার মাথার একপাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়। মেঝেতে মগজ ছিটিয়ে পড়ে। গুলি লাগার সঙ্গে সঙ্গে সে শুধু একটাই শব্দ করতে পেরেছিল, ‘মা...আ...!’ পেছনে রুমে থাকা মা ও বড় বোন তার শেষ শব্দটি শুনে ‘কী হইছে’ বলে দৌড়ে বারান্দায় এসে দেখে, নাঈমা মেঝেতে লুটিয়ে পড়েছে। মাথা দিয়ে রক্ত ঝরছে। সারা বারান্দায় ছড়িয়ে গেছে তার রক্ত। মেয়ের এ অবস্থা দেখে মা জ্ঞান হারান। বোনের কান্নার আওয়াজে আশপাশের ফ্ল্যাট ও নিচে থাকা ছাত্ররা এসে ধরাধরি করে নাঈমাকে নিয়ে যায় উত্তরা আধুনিক মেডিকেলে। কিন্তু তার আগেই পৃথিবী থেকে বিদায় নেয় নাঈমা। এদিকে রাতেই নাঈমার লাশ নেওয়া হয় গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের আমুয়াকান্দা গ্রামে। পথে পুলিশের নানা হয়রানির শিকার হতে হয় স্বজনদের। কোথা থেকে এসেছে এ লাশ, কীভাবে মারা গেছে, কোথায় যাচ্ছে—নানা প্রশ্ন। পরদিন সকাল সাড়ে ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নাঈমাকে। পরিবার সূত্রে জানা যায়, উত্তাল জুলাইয়ের সেই সময়ে নাঈমার অবসর কাটত আঁকাআঁকিতে। কোটা সংস্কার আন্দোলনের শুরুতে বাসায় বসে বসে খাতায় নানা স্লোগানসংবলিত প্রতিবাদী ছবি এঁকে সময় পার করেছে। মারা যাওয়ার আগের দিন ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে প্রায় ৩০ জন ছাত্র-জনতা মারা যান। ওইদিন রাতে নাঈমা আন্দোলনের পোস্টার আঁকছিল, আর মায়ের সঙ্গে গল্প করছিল। একপর্যায়ে মাকে বলে, ‘আম্মু, ধর আমি যদি আন্দোলনে গিয়ে মারা যাই, তুমি মানুষকে কী বলবা?’ মাকে জবাব দেওয়ার সুযোগ না দিয়ে আবার নিজেই বলে ওঠে, ‘বলবা যে শহীদ হয়েছে। আমার মেয়ে শহীদ হয়েছে।’ "নাঈমা সুলতানা শহীদ হয়েছে"
Cause
উত্তরার ৫ নম্বর সড়কে ভাড়া বাসার চারতলার বারান্দায় গত শুক্রবার গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
English
Name
Info
Birth Place
Profession
Bio
Naима Sultan was martyred. The bullet entered Naıma's head and her brain splattered out, hitting my hand. How can I forget the brutal death of my child? The police deliberately shot my daughter on the fifth floor. I saw the police shooting towards our house. I couldn't understand what was happening. Before I could figure out what was going on, my daughter fell to the ground. Aynun Nahar, Naıma's mother, was speaking between sobs. Naıma was 16 years old and a 10th-grade student in the science department of Milestone School. Naıma and her family lived in a rented house in sector 7 of Uttara, Dhaka. Her father is a veterinarian who commutes between their village home and the city. Their apartment was on the fourth floor of a building. Aynun Nahar said, "I came to Dhaka only for Naıma's education. I haven't indulged in any luxury; I've spent all my money on her education. She was an extremely talented girl. I told her she was my treasure. Now that she's gone, my life is over." On July 19, 2024, the family was struck by a devastating tragedy. A clash broke out between students and the police, along with their allies from the Chhatra League and Jubo League, near their house, in front of the Uttara Modern Medical College. Some armed Chhatra League leaders and police entered the alleys and randomly fired shots. Around 4 pm, Naıma was drawing posters with colorful ink and slogans like "Boycott Chhatra League" and "We want quota reform" in her room. As she heard the commotion and gunfire outside, Naxima ran to the balcony to see what was happening. At that moment, the police shot her, targeting the protesters below. The bullet entered one side of her head and exited the other, spilling her brain on the floor. As she fell, she only managed to say, "Ma...!" Her mother and older sister, who were in the room behind her, heard her cry out and rushed to the balcony, only to find Naxima lying on the floor, bleeding profusely from her head. The entire balcony was splattered with her blood. Her mother fainted upon seeing Naxima's condition. As the news spread, people from nearby flats and below rushed to help, and they took Naxima to the Uttara Modern Medical College. Unfortunately, Naxima had already passed away by the time they arrived. Naıma's body was taken to her village home in Amuakanda, Motlab Uttar, Chandpur, that night. However, her family faced harassment from the police along the way. The next morning, after her janaza, Naıma was buried in the family graveyard. According to family sources, during the turbulent July, Naıma spent her free time drawing. At the beginning of the quota reform movement, she drew protest posters in her notebook, expressing her feelings about the movement. The day before she died, on July 18, 2024, around 30 students and civilians were killed by police gunfire in Uttara, Dhaka. That night, Naıma was drawing posters for the movement and talking to her mother. At one point, she said, "Mom, if I die in the protest, what will you tell people?" Without giving her mother a chance to respond, she continued, "You'll say that my daughter is a martyr. My daughter has become a martyr."
Cause
Last Friday, she was shot and killed on the balcony on the fourth floor of an apartment on Road 5 in Uttara.
Submit Edit Request