JSONify
New
Profile
Logout
Form
JSON
Verified:
Show:
Age
Date of Birth
Pick a date
Date
20/07/2024
Gender
Image URL
Sources
Drag to reorder
Delete
Clear Data
Fill the fields
Bengali
Name
Info
Birth Place
Profession
Bio
২০ জুলাই দুপুরে ময়মনসিংহের ফুলপুরে ধান বিক্রি করতে গিয়েছিলেন কৃষক সাইফুল ইসলাম। সংসারের অভাবের চাপে কুঁকড়ে যাওয়া জীবনে ছেলে মেয়ের জন্যে ভালোমন্দ খাবারের যোগাড় সবসময় করতে পারেন না। তাই মেয়ের আব্দার মেটাতে তিনি আম কেনার জন্যে বাজারে গিয়েছিলেন। কিন্তু মেয়ের আম খাওয়ার ইচ্ছে আর পূরণ হলো না। তার বাবা ফিরলেন লাশ হয়ে। একটি বুলেট লণ্ডভণ্ড করে দিল সব। চিরদিনের জন্যে পাল্টে গেলো সাইফুলের পরিবারের পুরো চালচিত্র। ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে পুলিশের গুলিতে শহিদ হলেন সাইফুল ইসলাম (৩৫)। তার মৃত্যু কেবল একটি প্রাণের অবসান নয়, এটি একটি পরিবারের স্বপ্নভঙ্গ এবং তিন নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ চুরমার করে দেয়া। সাইফুলের বিধবা স্ত্রী রহিমা শাড়ির আঁচলে মুখ ঢেকে কান্না করতে করতে বলেন, ‘উনিতো ধান বেচতে গেছিলেন, কেন তারে গুলি করে মারলো? উনি বেঁচে থাকতেইতো দিন চলতো কষ্টে। এখন আমি তিনটা শিশু ছেলে-মেয়ে নিয়ে বাঁচবো কীভাবে?’ সাইফুলের বড় মেয়ে মিম (৬) প্রথম শ্রেণিতে পড়ে। মেজো ছেলে রামিম (৪) আর ছোট মেয়ে সায়মা (২)। এখনও তারা বুঝতে পারে না তাদের বাবা আর কখনো ফিরে আসবে না। প্রতি রাতে ছোট মেয়ে সায়মা বাবার জন্য চিৎকার করে, মাকে জিজ্ঞেস করে, ‘আম্মা, আব্বা কই? কবে আইবো?’ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রহিমা বোবা হয়ে যান। সেদিন সাইফুলেরা দুই ভাই মিলে ধান বিক্রি করতে গিয়েছিলেন। ৭৮ মণ ৫ কেজি ধান বিক্রির পর সাইফুল মেয়ের জন্য আম কিনতে ফলের দোকানের দিকে এগিয়ে যান। কিন্তু কয়েক গজ দূর যেতেই গুলির শব্দে বাজার এলোমেলো হয়ে যায়। ছোট ভাই শহিদুল দৌড়ে গিয়ে দেখেন, গুলিতে বিদ্ধ সাইফুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। গুলিটি তার বাম চোখের ভ্রু ভেদ করে ডান কানের নিচ দিয়ে বেরিয়ে গেছে। পরে দ্রুত চিকিৎসার জন্য সাইফুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। শহিদুলের প্রশ্ন, ‘শুনেছি পুলিশ নাকি হাঁটুর নিচে গুলি করে। তাহলে মাথায় গুলি করলো কেন?’ কিন্তু এই প্রশ্নের কোন উত্তর নেই। সাইফুলের মৃত্যু শুধু তার স্ত্রী আর সন্তানদের নয়, পুরো পরিবারের জন্য এক চরম ধাক্কা হয়ে এসেছে। সাইফুলের বাবা তৈয়ব আলী ছেলের মৃত্যুর পর থেকে নির্বাক। ঘর থেকে বের হন না, কারও সঙ্গে কথাও বলেন না। আর তার দাদা আফতাব উদ্দিন নাতির লাশ দেখে জ্ঞান হারান। তিনদিনের মধ্যেই তিনিও মারা যান। একে একে দুই প্রিয়জনের লাশ কাঁধে নিয়ে দাফন করেন কৃষক তৈয়ব আলী। এদিকে রহিমার জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। তিনি বলেন, ‘স্বামী নিহত হওয়ার পর থেকে একদিনও ভালো কিছু বাচ্চাদের মুখে তুলে দিতে পারিনি। আজও শুধু ডাল-ভাত খেয়েছে।’ রহিমার প্রশ্ন, ‘একটা মায়ের বুক খালি করার জন্য কেউ কী এভাবে মানুষকে গুলি করে মারে? এরা কী মানুষ, না জানোয়ার?’
Cause
ফুলপুর বাসস্ট্যান্ডে পুলিশের সাথে ধাওয়া পাল্টা-ধাওয়ার সময় পথচারী হিসেবে নিহত।
English
Name
Info
Birth Place
Profession
Bio
On July 20th, in the afternoon, farmer Saiful Islam went to Fulopur in Mymensingh to sell rice. Due to the pressure of poverty at home, his life was always under strain, and he couldn't always provide his children with good food. So, he went to the market to buy mangoes to fulfill his daughter's wishes, but his daughter's desire to eat mangoes was never fulfilled. His father returned home as a corpse. A stray bullet changed everything. Saiful Islam, 35, was martyred by police bullets on the orders of fascist Sheikh Hasina. His death was not just the end of a life, but it was also the destruction of a family's dreams and the destruction of the future of three innocent children. Saiful's widow, Rahima, weeping and covering her face with her sari, said, "He went to sell rice, why was he shot and killed? He could barely make ends meet while he was alive. Now, how will I survive with these three children?" Saiful's eldest daughter, Mim, is in first grade. His middle child, Ramim, is 4 years old, and his youngest daughter, Sayma, is 2 years old. They still can't understand that their father will never come back. Every night, the youngest daughter, Sayma, cries out for her father and asks her mother, "Mama, where's Papa? When will he come?" Rahima becomes speechless when trying to answer this question. That day, Saiful and his brother went to sell rice together. After selling 78 maunds and 5 kilograms of rice, Saiful went to a fruit shop to buy mangoes for his daughter. But as he walked a few yards, the sound of gunfire filled the market, and it became chaotic. His younger brother, Shahidul, rushed to the scene and found Saiful lying on the ground with a bullet wound. The bullet had pierced his left eyebrow and exited from below his right ear. Later, while being taken to Mymensingh Medical College Hospital for treatment, Saiful died on the way. Shahidul asks, "I heard that the police are supposed to shoot below the knee. Then why did they shoot him in the head?" But there is no answer to this question. Saiful's death has been a severe blow not just to his wife and children but to the entire family. Saiful's father, Tayeb Ali, has been speechless since his son's death and doesn't leave the house or talk to anyone. His elder brother, Aftab Uddin, fainted after seeing Saiful's corpse and died within three days. Farmer Tayeb Ali buried two of his loved ones in three days. Meanwhile, Rahima's life has been plunged into darkness. She says, "Since my husband's death, I haven't been able to feed my children anything good, not even for a single day. Today, they just ate plain rice and lentils." Rahima asks, "Can someone shoot a person to make a mother's heart empty? Are they human beings or beasts?"
Cause
He was killed as a pedestrian during a chase and counter-chase with the police at Fulpur Bus Stand.
Submit Edit Request