JSONify
New
Profile
Logout
Form
JSON
Verified:
Show:
Age
Date of Birth
Pick a date
Date
20/07/2024
Gender
Image URL
Sources
Clear Data
Fill the fields
Bengali
Name
Info
Birth Place
Profession
Bio
এইচএসসি পর্যন্ত পড়ালেখা করেছিলেন সিফাত। পরিবারের অর্থনৈতিক অভাবের কারণে আর বেশিদূর পড়তে পারেনি তিনি। ভবিষ্যতে চাকরি করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা ছিল না তাঁর। কিন্তু তবুও শহিদ আবু সাঈদের রক্তের ঋণ শোধ করার দৃঢ় প্রত্যয় নিয়ে সিফাত ঝাঁপিয়ে পড়ে সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি কোটা সংস্কারের পক্ষে, রাষ্ট্র সংস্কারের পক্ষে। সেদিন ছিল ২০ জুলাই। ঘড়ির কাঁটায় সময় তখন দুপুর ১টা। কারফিউ চলাকালীন মিরপুর-১০ নম্বরের ২৫২ নম্বর মেট্রোরেলের পিলারের পাশে নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলায় অবস্থান করছিলেন সিফাত। সাথে ছিলেন তার অপর এক বন্ধু সিয়াম ও সিফাতের বাবা কামাল হাওলাদার। চতুর্থ তলা থেকে নিচে সিফাত দেখতে পায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটা মিছিল বের হয়। সাঁজোয়া যানে ওঁতপেতে থাকা ঘাতক পুলিশ সেই শিক্ষার্থীদের মিছিলে পাকহানাদার বাহিনীর মতো অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। শহিদ সিফাতের বাবা কামাল হাওলাদার বলেন, টাকার অভাবে আমি ওকে লেখাপড়া করাতে পারি নাই। সিফাতের স্বপ্ন ছিল অনেক বড়। সেই স্বপ্নকে কাঁধে ভর করেই পাড়ি জমায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। সিফাত সেই দেশে তিন বছর থেকে দেশে ফিরে আসে। পরে ঠিক করে ইউরোপের দেশ ইতালি যাবে। ইউরোপ পাড়ি দেওয়ার সব প্রক্রিয়াই শেষ হয়েছিল। ভিসাও পেয়েছিল সে। ২৫ জুলাই ইতালি যাওয়ার কথা ছিল তার। কিন্তু তা আর হলো না।
Cause
নারকীয় গণহত্যার সম্পূর্ণ এই ভিডিও সিফাত তার মোবাইলে ধারণ করে। নিচে থাকা ঘাতক পুলিশ তাদের নারকীয় গুলিবর্ষণের দৃশ্যধারণ করা দেখে ফেলে। তারা সিফাত ও তার বন্ধু সিয়ামকে লক্ষ্য করে নিচ থেকেই গুলি করতে শুরু করে। ঘাতকের একটি বুলেট এসে সিফাতের মাথা ভেদ করে অপর পাশ দিয়ে বের হয়ে যায়। অন্য আরেকটি বুলেট এসে সিফাতের বন্ধু সিয়ামের চোখের মণি ভেদ করে মাথার মধ্যে ঢুকে যায়। গুলি লাগর পর সিফাত ‘আব্বু’ বলে শেষ চিৎকার দিয়ে মুহূর্তেই লুটিয়ে পড়ে ফ্লোরে। অপর রুম থেকে ওর বাবা এসে দেখেন, সন্তানের নিথর দেহ পড়ে আছে। পাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে সিফাতের মগজ। মাথা গড়িয়ে ফ্লোর ভেসে যাচ্ছিল সিফাতের শরীরের তাজা রক্তে।
English
Name
Info
Birth Place
Profession
Bio
Sifat had studied up to HSC. Due to the family's financial constraints, he could not study further. He had no desire or plans to work in the future. However, with a strong determination to repay the blood debt of martyr Abu Sayeed, Sifat jumped into the demand for quota reform for general students and for state reform. That day was July 20. The time on the clock was 1 PM. During the curfew, Sifat was on the fourth floor of an under-construction building next the 252nd metro rail pillar in Mirpur-10. He was accompanied by his friend Siam and his father Kamal Howlader. From the fourth floor, Sifat saw a procession emerge under the banner of the anti-discrimination student movement. The killer police, lying in ambush in armored vehicles, suddenly opened fire on the students' procession like the Pakistani occupation forces. Shahid Sifat's father Kamal Howlader said, "Due to lack of money, I could not provide him with an education. Sifat had very big dreams. He set out to the Middle Eastern country of Saudi Arabia, carrying that dream on his shoulders. Sifat returned home after three years in that country. Later, he decided to go to the European country of Italy. All the processes for crossing to Europe were completed. He had also received a visa. He was supposed to go to Italy on 25 July. But that did not happen."
Cause
Sifat recorded the entire horrific massacre on his mobile. The killer police below noticed the footage of their hellish gunfire. They began shooting from below, targeting Sifat and his friend Siam. One of the killer's bullets pierced Sifat's head and exited from the other side. Another bullet penetrated the pupil of Sifat's friend Siam and lodged itself in his brain. After being shot, Sifat let out a final scream of "Abbu" and collapsed onto the floor in an instant. From another room, father came in and saw his child's lifeless body lying there. Sifat's brain was scattered around, and his fresh blood was flooding the floor as his head rolled.
Submit Edit Request