JSONify
New
Profile
Logout
Form
JSON
Verified:
Show:
Age
Date of Birth
Pick a date
Date
05/08/2024
Gender
Image URL
Sources
Clear Data
Fill the fields
Bengali
Name
Info
Birth Place
Profession
Bio
মো. ইউসুফ (৩৬) পেশায় একজন ভ্যান চালক ছিলেন। চট্টগ্রাম শহরের ঈদগাহ ঝর্ণা পাড়া এলাকায় একটি বরফ কারখানায় কাজ করতেন। ভ্যানে করে নগরীর হাট-বাজারগুলোতে বরফ সরবরাহই তাঁর কাজ ছিল। কারখানার একপাশে ছোট একটি রুমে অন্যান্য শ্রমিকের সাথে থাকতেন। স্ত্রী ও তিন সন্তান থাকে গ্রামের বাড়িতে। পরিবারকে দেখতে তিনি প্রতি সপ্তাহে গ্রামের বাড়িতে আসতেন। দু’একদিন থাকার পর আবার শহরে কর্মস্থলে চলে যেতেন। ৫ই আগস্ট, রাত ১২টা। গৃহবধূ সাজেদা আক্তার সারাদিনের গৃহস্থালি কাজ সেরে ঘুমাতে এসেছেন। আজ সারাদিন কোন কাজেই তিনি মন বসাতে পারেননি। অজানা এক অস্থিরতা তার মনের ভেতর ঘুরপাক খাচ্ছিল। চোখে ঘুম নেই। তাই শুয়ে শুয়ে দোয়া-দরুদ পড়তে লাগলেন। এ সময় হঠাৎ তার মোবাইলটা বেজে উঠল। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে অপরিচিত এক ব্যক্তি জানতে চান,‘এই মোবাইলের মালিক আপনার কে?’ তিনি বলেন, আমার স্বামী। ঐ ব্যক্তি বলেন, ‘আপনার স্বামী মারা গেছেন। কয়েকজন লোক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছে। লাশ রেখে তারা চলে গেছে। মোবাইলটি তাঁর শার্টের পকেটে ছিল। ডায়াল লিস্ট দেখে ফোন করেছি।’ কথাটা শুনেই সাজেদা আক্তারের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়লো। মুহূর্তের মধ্যেই পায়ের তলার মাটি যেন আস্তে আস্তে সরে যেতে লাগলো। সন্ধ্যা ৭টায় তো স্বামীর সাথে কথা বলেছেন। এই ধরনের পরিস্থিতিতে বের হওয়ার কারণে স্বামীকে অনেক বকাঝকাও করেছেন। স্বামী ইউসুফ সান্ত্বনা দিয়ে তাকে বলেছিলেন, ‘চিন্তা করো না। কিছুই হবে না। আমার সাথে আল্লাহ-রসূল আছেন। বরফ নিয়ে বিয়ের ক্লাবে যাচ্ছি। রাতে কথা বলবো।’ একথা বলে তিনি মোবাইলের লাইন কেটে দেন।
Cause
গত ৫ই আগস্ট স্বৈরাচারী হাসিনার দেশ ছেড়ে পালানোর দিন রাত ৮টার সময় দেওয়ানহাট এলাকায় ছাত্র-জনতার বিজয় মিছিলে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান হতভাগ্য ভ্যান চালক ইউসুফ। পথচারীরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
English
Name
Info
Birth Place
Profession
Bio
Mohammad Yusuf (36) was a van driver by profession. He worked at an ice factory in the Eidgah Jharna Para area of Chittagong city. His job was to supply ice to the markets of the city by van. He lived in a small room on one side of the factory with other workers. His wife and three children lived in their village home. He would visit his family in the village every week. After staying for a day or two, he would return to the city for work. August 5th, at midnight. Housewife Sajeda Akhtar had come to bed after finishing her household chores for the day. She couldn't focus on any work all day. An unknown restlessness was swirling inside her mind. She couldn't sleep. So, she started lying down and reciting prayers. At that moment, her mobile phone suddenly rang. As soon as she answered, an unknown person on the other end asked, "Who is the owner of this mobile?" She replied, "My husband." The person said, "Your husband died. Some people have brought him to Chittagong Medical College Hospital. They left the body and went away. The mobile was in his shirt pocket. I called after checking the dial list." Hearing this, it felt as if the sky had fallen on Sajeda Akhtar's head. In an instant, it felt like the ground beneath her feet was slowly slipping away. She had spoken to her husband at 7 PM. She had scolded him a lot for being in such a situation. Her husband Yusuf had comforted by saying, "Don't worry. Nothing will happen. Allah and the Messenger are with me. I am going to the wedding club with ice. We will talk at night." Saying this, he hung up the phone.
Cause
On August 5th, at 8 PM, the day of the authoritarian Hasina's escape from the country, police and Awami terrorists unexpectedly opened fire on the victory procession of students and the public in the Dewanhat area. During this time, the unfortunate van driver Yusuf was shot and lost his life. When passersby took him to Chittagong Medical College Hospital, he was declared dead.
Submit Edit Request