JSONify
New
Profile
Logout
Form
JSON
Verified:
Show:
Age
Date of Birth
Pick a date
Date
06/08/2024
Gender
Image URL
Sources
Clear Data
Fill the fields
Bengali
Name
Info
Birth Place
Profession
Bio
মো. আলাউদ্দিন মল্লিক। বয়স ৫৭ বছর। দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর ধরে ঢাকার মধ্য বাড্ডার বৈশাখী সরণী এলাকার একটি বাসায় দারোয়ানের কাজ করে আসছিলেন। এর আগে গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দক্ষিণ বালিয়া এলাকার তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করতেন তিনি। এতে যে টাকা আয় হতো তা দিয়ে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে সংসার চালাতে গিয়ে অনেক টাকা ঋণ হয়ে যায় আলাউদ্দিনের। তাই সুখের আসায় গত ১৬ থেকে ১৭ বছর আগে পাড়ি জমান রাজধানী ঢাকায়। সেখানে গিয়ে সামান্য বেতনে একটি বাসায় দারোয়ানের চাকরি নেন। বাড়ির মালিকের দেয়া ওই ভবনের নিচতলায় একটি রুমে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। সংসারে অভাবের কারণে বড় ছেলে আল আমিন অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে কাজে যোগ দেয়। রাজ মিস্ত্রীসহ বিভিন্ন দিনমজুরি কাজ করে টাকা জোগাড় করে প্রইভেটকার চালানো শেখে আল আমিন। গত এক বছর ধরে ঢাকার একটি পত্রিকা অফিসে প্রাইভেটকার চালানোর চাকরি করছিল সে। বাবা ও ছেলের মাসিক বেতন দিয়ে সংসার চালানোর পাশাপাশি ছোট ছেলে ও মেয়ের পড়ালেখা চলছিল ভালোভাবেই। গত এক মাস আগে বড় ছেলে আল আমিনকে বিয়ে করিয়েছেন বাবা আলাউদ্দিন। গত ৫ আগস্ট স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন মল্লিক শহিদ হন। পুলিশের ছোঁড়া বুলেটে নিমিষেই তার সুখের সংসার এলোমেলো হয়ে যায়। বাবার মৃত্যুর পর বড় ছেলে আল আমিন প্রাইভেটকার চালানো বাদ দিয়ে দারোয়ানির চাকুরিতে যোগ দেন। স্বামীর মৃত্যুতে সন্তানদের নিয়ে দুঃখের সাগরে ভাসছেন এখন স্ত্রী রাজিয়া বেগম। আলাউদ্দিনের বড় ছেলে আল আমিন জানান, বাবা পছন্দ করে তাকে বিয়ে করিয়েছেন। এখনো বউ তুলে আনা হয়নি। গত ৫ আগস্ট বিকেলে তার বাবা আসরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে মসজিদে যায়। কিন্তু মাগরিবের নামাজের সময় হলেও তিনি বাসায় ফেরেননি। হঠাৎ সন্ধ্যার পর তার মোবাইল থেকে বাসার নম্বরে ফোন আসে যে তিনি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে রয়েছেন। এ খবর পেয়ে দ্রুত বাসা থেকে বের হয়ে ঢাকা মেডিকেলে চলে যান তারা। সেখানে গিয়ে দেখতে পান তার বাবার মাথায় বামপাশে গুলি লেগেছে। পরে অস্ত্রোপচার করে গুলি বের করা শেষে চিকিৎসক জানান, তাকে আইসিইউতে রাখতে হবে। কিন্তু ঢাকা মেডিকেলে আইসিইউ খালি নেই। পরে সেখান থেকে রাতে শ্যামলী সিটি কেয়ার হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখা হয়। পরদিন ৬ আগস্ট ভোর ৬টার দিকে তিনি মারা যান। মারা যাওয়ার পর ৬ তারিখই ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়িতে এনে রাতেই অন্যের জায়গায় দাফন করা হয়।
Cause
গত ৫ আগস্ট স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন মল্লিক শহিদ হন।
English
Name
Info
Birth Place
Profession
Bio
Mohammad Alauddin Mallik. Age 57 years. For the past 16 to 17 years, he had been working as a doorman in a house in the middle of Badda, Dhaka. Before that, he earned his livelihood by fishing in the Tetulia River in the South Bali area of South Dighaldi Union in Bhola Sadar Upazila. The money he earned was not enough to support his wife, two sons, and a daughter, leading to significant debt for Alauddin. Therefore in search of a better life, he moved to the capital, Dhaka, about 16 to 17 years ago. There, he took a doorman job in a house for a meager salary. He lived with his wife and children in a room on the ground floor of the building provided by the landlord. Due to financial difficulties, his eldest son Al Amin stopped his studies after the eighth grade and started working. Al Amin learned to drive a private car by doing various day labor jobs, including working as a mason. For the past, he had been working as a private car driver at a newspaper office in Dhaka. With the monthly salaries of both father and son, they managed the household while the younger son and daughter continued their studies well. A month ago, Alauddin married off his eldest son Al Amin. On August 5, during an anti-dictatorship mass uprising, Alauddin Mallik was shot in front of Brac University in Dhaka and became a martyr. In an instant, his happy family was shattered by a police bullet. After his father's, Al Amin quit driving the private car and took up the doorman job. Following her husband's death, his wife Rajiya Begum is now adrift in a sea of sorrow with their children. Al Amin, Alauddin's eldest son, stated that his father had chosen his bride for him. The bride has not yet been brought home. On the afternoon of August 5, his father left the house to go to the mosque for the Asr prayer. However, he did not return home by the time of the Maghrib. Suddenly, after evening, a call came from his father's mobile to their home number, saying he had been shot and was in the hospital. Upon receiving this news, they quickly left the house and went to Dhaka Medical College. There, they found that a bullet had hit his father's left side of the head. After surgery to remove the bullet, the doctor informed them that he needed to be placed in the ICU. However, there was no vacant ICU at Dhaka Medical College. Later, he was transferred to Shyamoli City Care that night and placed in the ICU. The next day, on August 6, at around 6 AM, he passed away. After his death, on the same day, he was brought back to his village home from Dhaka by ambulance and buried at someone else's place that night.
Cause
On August 5, Alauddin Mallik was shot and martyred in the anti-dictatorship mass uprising in front of Brac University in Dhaka.
Submit Edit Request