JSONify
New
Profile
Logout
Form
JSON
Verified:
Show:
Age
Date of Birth
Pick a date
Date
09/08/2024
Gender
Image URL
Sources
Clear Data
Fill the fields
Bengali
Name
Info
Birth Place
Profession
Bio
দাম্পত্য কলহ ও আর্থিক সংকটের কারণে গ্রাম ছেড়ে ঢাকায় পাড়ি জমান শাহিনুর বেগম। তার স্বামীর বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার বড় সাপমারা (মুগারচর) গ্রামে। এক যুগ আগে স্বামী মো. হাফিজ ভূঁইয়া দ্বিতীয় বিয়ে করার পর ভরণপোষণ বন্ধ করে দেন। তখন অন্যের বাড়িতে কাজকর্ম করে নিজের পাঁচ সন্তানকে নিয়ে কোনোমতে দিন কাটাতেন শাহিনুর(৫২)। মূলত খাওয়া পরার অভাবে দিশেহারা হয়ে সন্তানদের নিয়ে গ্রাম ত্যাগে বাধ্য হন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়ার বিপরীত পাশে গোবিন্দপুর জাপানি বাড়ির একটি বস্তিতে উঠেন। বড় মেয়ে হাফেজা (৩০) জানান, সন্তানদের মুখের দিকে তাকিয়ে নারী হয়েও মাছ বেচতেন তার মা। যাত্রাবাড়ি আড়ৎ থেকে মাছ কিনে তা কাজলা বাজারে খুচরা বিক্রি করতেন। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহিদ হন শাহিনুর বেগম। হাফেজা জানান, প্রতিদিনের মতো ২২ জুলাই জীবিকার তাগিদে সকাল ৮টায় পাইকারিতে মাছ কেনার জন্য যাত্রাবাড়ি যাচ্ছিলেন। তখন কাজলা পৌঁছাতেই পথচারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে পুলিশ। এর মধ্যে কমপক্ষে পাঁচ থেকে ছয় জন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এদের মধ্যে শাহিনুরও ছিলেন। ঘটনাস্থলে কাতরাচ্ছিলেন তিনি। কিন্তু কেউ এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছিলো না। পুলিশ চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভ্যান গাড়িতে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এ সময় তার রক্তে পুরো রাস্তাজুড়ে ছোপ ছোপ দাগ পড়ে যায়। ঢাকা মেডিকেলে নেয়ার পরও সহজে চিকিৎসা পাচ্ছিলেন না। প্রায় দুই ঘণ্টা পর শাহিনুর বেগমের চিকিৎসা শুরু হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। চিকিৎসাধীন অবস্থায় গত ৯ আগস্ট তিনি মারা যান। সম্প্রতি ঢাকার শনির আখড়ার গোবিন্দপুরে নারী শহিদ শাহিনুরের বাসায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট্ট দুটি রুম নিয়ে কোনোমতে গাদাগাদি করে সেখানে বসবাস করছেন তার সন্তানরা। পরিবেশ একেবারেই ঘিঞ্জি। সন্তানরা বড় হওয়া পর্যন্ত নিজের উপার্জন দিয়ে সংসার চালাতেন। অবশ্য সন্তানরা বড় হলে অর্থ উপার্জনে তাদেরাও মায়ের সাথে যুক্ত হন। এরই মধ্যে তিন মেয়ে হাফেজা (৩০), মেজ মেয়ে জেসমিন (২৮) ও তাছলিমা (২৫) কে বিয়ে দিয়েছেন। তবে মেয়েদের স্বামীরাও আর্থিকভাবে তেমন সচ্ছল নন। বড় মেয়ে হাফেজা তার সন্তানদের নিয়ে মা শাহিনুর বেগমের বাসায় থাকেন। সাথে রয়েছেদুই ভাই শরীফুল ইসলাম (২৩) ও রবিউল (১৮)। মায়ের সাথে ফুটপাতে ছিন্নমূল ব্যবসা করতেন বড় মেয়ে হাফেজা (৩০)। আর রায়েরবাগ বাস স্ট্যান্ডে পিঠা বিক্রি করেন মেজ মেয়ে জেসমিন (২৮) ও সবার ছোট ভাই রবিউল (১৮)। অপরদিকে শাহিনুর বেগমের বড় ছেলে শরীফুল ইসলাম (২৩) জীবিকার তাগিদে সম্প্রতি সৌদি আরবে প্রবাসী হয়েছেন। শাহিনুরের বড় মেয়ে হাফেজা বেগম বলেন, আমার বাবার সাথে মায়ের বিচ্ছেদ না হলেও বাবা দ্বিতীয় পক্ষের স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রামে থাকছেন। গত ১২ বছর ধরে বাবার কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা পাওয়া যায়নি। অবশ্য তিনিও আর্থিকভাবে তেমন শক্তিশালী নন। তাই মা ঢাকায় এসে মাছ বিক্রি শুরু করেন। প্রথমে তার উপার্জিত টাকা দিয়েই সংসার চলতো। পরবর্তী সময়ে তিনিসহ অন্যান্য ভাই-বোনেরাও মায়ের সাথে কাজ করতেন। তার মৃত্যুর পর তারা নিজেরা এখন অর্থ সংকটে ভুগছেন। হাফেজা আরো বলেন, মা থাকতেই আমার ভাই শরীফুল ইসলামকে সৌদি আরবে পাঠানোর চেষ্টা করছিলেন। এক্ষেত্রে অনেকটা অগ্রগতিও হয়েছিলো। সম্প্রতি শরীফ সৌদি আরব গেলেও তা দেখে পারেননি মা শহিনুর বেগম। তিনি বলেন, আমার মা এতো তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন ভাবতেও পারিনি। শুনেছি আমার মায়ের মৃত্যুর ঘটনায় স্থানীয় বিএনপির একজন নেতার পক্ষ থেকে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। কিন্তু মামলার আসামি কারা বিস্তারিত আমাদের জানা নেই। তিনি জানান, তার মায়ের মৃত্যুর বিষয়ে মেঘনা উপজেলা বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ খোঁজ-খবর নিয়েছেন। জানাজায় এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছেন। অনুদান হিসেবে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২ লাখ ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকা পেয়েছেন।
Cause
পুলিশের গুলিতে নিহত।
English
Name
Info
Birth Place
Profession
Bio
Shahinoor Begum left her village and moved to Dhaka due to marital disputes and financial difficulties. Her husband's family resides in the village of Sapsamra (Mugarchar) in Meghna, Comilla. A decade ago, her husband Md. Hafiz Bhuiyan remarried and stopped providing financial support. Shahinoor (52) struggled to feed her five children by working for others. Eventually, due to severe hunger, she was forced to leave her village with her children. She moved to a slum in Govindpur, on the opposite side of the Dhaka-Chittagong Highway in Shonir Akhra. Her eldest daughter Hafeeza (30) recalls how her mother, despite being a woman, sold fish to feed her children. She would buy fish from the Jatrabari market and sell it retail in Kazla Bazaar. Shahinoor Begum was martyred in a police shooting during the student protests in July-August. Hafeeza recalls that on July 22, Shahinoor was heading to Jatrabari to buy fish in bulk at 8 a.m. As she reached Kazla, police opened fire indiscriminately at pedestrians. Five to six people were shot and fell to the ground. Shahinoor was one of them. She lay on the ground in agony, but no one dared approach her. After the police left, locals rescued her and rushed her to Dhaka Medical College in a van. Her blood left stains on the road. At Dhaka Medical, she was unable to receive prompt medical care. It took nearly two hours before treatment started, but unfortunately, she could not be saved. She passed away on August 9 while undergoing treatment. Recently, when visiting Shahinoor's home in Govindpur, Shonir Akhra, it was found that her children were living in two small rooms in a cramped environment. The space was overcrowded. Her children had to work hard to run the household until they grew older. Her three daughters Hafeeza (30), Jasmine (28), and Taslima (25) are married, but their husbands are not financially well-off. Hafeeza and her children still live in Shahinoor's house, along with her two brothers Shariful Islam (23) and Rabbiul (18). Hafeeza did street business with her mother, while Jasmine (28) and Rabbiul (18) sell pitha at the Raierbagh bus stand. Shahinoor's eldest son Shariful Islam (23) recently went to Saudi Arabia for work. Hafeeza mentions that her father did not separate from her mother, but he lives with his second wife and children in the village. For the last 12 years, her father has not provided any financial support. However, he is also not financially strong. So, Shahinoor came to Dhaka and began selling fish. Initially, her income was sufficient for the family, but later her children helped her. After her death, they now face financial difficulties. Hafeeza also mentioned that Shahinoor had been trying to send her brother Shariful Islam to Saudi Arabia, and had made some progress. Recently, Shariful went to Saudi Arabia, but Shahinoor could not see it. Hafeeza said, 'I never thought my mother would leave us so soon.' It is reported that a murder case has been filed by a local BNP leader at Jatrabari police station in connection with her death. However, the details of the suspects are unknown. Hafeeza said that various leaders from the Meghna Upazila BNP, Jamaat, and other organizations inquired about her mother's death. The funeral prayer was attended by people from all walks of life. They received donations: 2 lakh from the Comilla District Administration and 5 lakh from the July Memorial Foundation.
Cause
Killed in police firing.
Submit Edit Request