JSONify
New
Profile
Logout
Form
JSON
Verified:
Show:
Age
Date of Birth
Pick a date
Date
05/08/2024
Gender
Image URL
Sources
Clear Data
Fill the fields
Bengali
Name
Info
Birth Place
Profession
Bio
সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরের কলেজ ছাত্র আবুল বাসার আদমের স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে ভালো একটি চাকরি করার এবং দরিদ্র বাবা-মায়ের সংসারের হাল ধরার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আনন্দ মিছিলে যোগ দিতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান তিনি। আবুল বাসার আদম (১৮) আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের দিনমজুর নুর হাকিম ঘরামি (৫৯) ও শাহানারা বেগম (৫০) দম্পতির তৃতীয় সন্তান। তিনি প্রতাপনগর এপিএস ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তার বড় ভাই চঞ্চল ঘরামি (২৫) একটি প্লাস্টিক কারখানায় শ্রমিকের কাজ করেন, মেজ ভাই বেলাল ঘোরামি (২০) মাছের ঘেরে কাজ করেন, আর ছোট বোন সুফিয়া খাতুন (১৫) স্থানীয় কল্যাণপুর মৌজাদাল হক মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। আদমের ছোট বোন সুফিয়া খাতুন জানান, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিকেলে তার ভাই আনন্দ মিছিলে যোগ দেন। কিন্তু কেউই ভাবতে পারেননি যে এই মিছিলই তার জীবনের শেষ যাত্রা হয়ে উঠবে। প্রতাপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা মিছিল লক্ষ্য করে মুহুর্মুহু গুলি চালায়। সে সময় একটি গুলি আদমের মাথার বাম পাশে আঘাত করে, ফলে প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, ‘আমার ভাইয়ের স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে আমাদের দরিদ্র পরিবারের হাল ধরা। কিন্তু ভাগ্য তাকে সে সুযোগ দিল না। এখন আমাদের পরিবার চরম মানবেতর জীবনযাপন করছে।’ আদমের বড় ভাই চঞ্চল ঘরামি বলেন, ‘আমি, আমার বাবা আর মেজ ভাই বেলাল দিনমজুরি করে কোনোরকমে সংসার চালিয়ে ছোট ভাই আদমের লেখাপড়ার খরচ চালাতাম। আমরা আশা করেছিলাম, সে একদিন ভালো চাকরি করে পরিবারকে দারিদ্র্য থেকে মুক্ত করবে। কিন্তু সে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ায় আমাদের সব স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেছে। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না যে আদম আর নেই।’ সরকারি বা বেসরকারিভাবে কোনো সাহায্য পেয়েছেন কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার ভাই মারা যাওয়ার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুই লাখ এবং সরকারের পক্ষ থেকে আরও পাঁচ লাখ টাকার অনুদান পেয়েছি।’ আদমের মা শাহানারা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি এখনো পথ চেয়ে বসে থাকি, আমার আদম ফিরে আসবে। সে যেন এখনও আমাকে ‘মা, মা’ বলে ডাকছে। আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে আমার ছেলে আর নেই।’ তিনি সরকারের কাছে তার পরিবারের হাল ধরে রাখার জন্য একমাত্র মেয়ে সুফিয়ার একটি চাকরির আবেদন জানান। আদমের বাবা নুর হাকিম ঘরামি বলেন, ‘আমি আর আমার দুই ছেলে দিনমজুরি করে কোনোরকমে সংসার চালাই। অনেক কষ্টে ছোট ছেলে আদম আর মেয়ে সুফিয়াকে লেখাপড়া করাচ্ছিলাম, যাতে ওরা আমাদের দুঃখ ঘোচাতে পারে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। আমার ছোট ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হলো। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
Cause
প্রতাপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা মিছিল লক্ষ্য করে মুহুর্মুহু গুলি চালায়। সে সময় একটি গুলি আদমের মাথার বাম পাশে আঘাত করে, ফলে প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
English
Name
Info
Birth Place
Profession
Bio
Abul Basar Adam, a college student from Pratapnagar of Ashashuni in Satkhira, had a dream of completing his education and getting a good job to support his poor parents. But fate had other plans, and on August 5, 2024, he was killed by Awami League terrorists while participating in a procession celebrating the departure of Prime Minister Sheikh Hasina from the country. Adam (18) was the third child of Nur Hakim Ghorami (59) and Shahana Begum (50), a day laborer couple from Pratapnagar village in Ashashuni. He was a student of Pratapnagar APS Degree College, class XI. His elder brother, Chanchal Ghorami (25), works as a laborer in a plastic factory, his middle brother, Belal Ghorami (20), works in a fish farm, and his younger sister, Sufia Khatun (15), is a class IX student at a local school. Sufia Khatun, Adam's younger sister, said that after Sheikh Hasina left the country, her brother joined a celebratory procession in the afternoon, but no one thought it would be his last journey. Awami League terrorists, led by Zakir Hossain, a former chairman of Pratapnagar Union, fired indiscriminately at the procession, and one of the bullets hit Adam's head, causing severe bleeding and instant death. Adam's brother, Chanchal Ghorami, said that Adam's dream was to complete his education and support their poor family. But fate did not give him the opportunity. Now, their family is living in extreme hardship. Chanchal added that they had been bearing the expenses of Adam's education by working as day laborers, and they had hoped that Adam would one day get a good job and lift their family out of poverty. But with Adam's death, all their dreams have been shattered. Regarding whether they received any assistance from the government or private sources, Chanchal said that after Adam's death, they received a donation of Tk 200,000 from Jamaat-e-Islami and an additional Tk 500,000 from the government. Adam's mother, Shahana Begum, wept while saying that she still waits for her son to return, and it's hard for her to accept that he is no longer alive. She appealed to the government to provide her only surviving child, Sufia, with a job to support their family. Adam's father, Nur Hakim Ghorami, said that he and his two sons work as day laborers to make ends meet. Despite their struggles, they were managing to educate Adam and Sufia, hoping that they would alleviate their family's suffering. But now, that dream has been crushed. He demanded justice for his son's brutal murder.
Cause
Under the leadership of Zakir Hossain, the former chairman of Pratapnagar Union and Awami League leader, Awami terrorists opened fire on the procession, shooting indiscriminately. At that time, one of the bullets hit Adam's head on the left side, resulting in severe bleeding, and he died on the spot.
Submit Edit Request