JSONify
New
Profile
Logout
Form
JSON
Verified:
Show:
Age
Date of Birth
Pick a date
Date
04/08/2024
Gender
Image URL
Sources
Clear Data
Fill the fields
Bengali
Name
Info
Birth Place
Profession
Bio
গণ-অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঠিক আগের দিন ২০২৪ সালের ৪ আগস্ট পুলিশের গুলিতে নিহত হন ব্যাটারিচালিত রিকশাচালক জুনায়েদ ভূঁইয়া। আন্দোলনে যোগ দিতে যাওয়ার আগে স্ত্রীকে তিনি বলে গিয়েছিলেন, ‘আমি মারা গেলে আল্লাহ তোমাদের দেখবে।’ নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ পূর্বপাড়া গ্রামের বাসিন্দা জুনায়েদ বেড়ে ওঠেন গুলশান ও মিরপুর-১০ এলাকায়। রিকশাচালক হিসেবে তিনি পরিবার পরিচালনা করতেন। স্ত্রী হাফসা আক্তার (২১) ও চার বছরের মেয়ে মরিয়মকে নিয়ে মিরপুর-১০ জুটপট্টি জল্লাদখানা এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। ৪ আগস্ট দুপুরে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। জুনায়েদও সেখানে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে তার বন্ধুরা সরে যান। কিন্তু জুনায়েদ সেখানে থেকে যান। বেলা ২টার দিকে তার মাথায় পুলিশের গুলি বিদ্ধ হয়। উপস্থিত জনতা তাকে আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও কোথাও ভর্তি করানো সম্ভব হয়নি। পরে তাকে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট নেয়া হলে অবস্থা আশঙ্কাজনক দেখে আইসিইউতে রাখা হয় এবং মাথা থেকে গুলি অপসারণের পর রাত ১২টার দিকে তিনি মারা যান। পরদিন ৫ আগস্ট বাদ জোহর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জুনায়েদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে জানান তার বাবা আনোয়ার হোসেন ভূঁইয়া (৫৫)। তিনি বলেন, ‘শুরুতে সে আন্দোলনে তেমন যেত না। কিন্তু যখন ছাত্রদের ওপর গুলি চালানো হলো, তখন থেকে নিয়মিত আন্দোলনে যোগ দিতে শুরু করল। ২৫ জুলাই আন্দোলনে গেলে তার পায়ে গুলি লাগে। তখন সে হাসপাতালে গিয়ে গুলি বের করিয়ে বাসায় ফিরে আসে। আমরা সবাই নিষেধ করেছিলাম, কিন্তু সে শোনেনি।’ স্ত্রী হাফসা আক্তার জানান, তিনি বারবার জুনায়েদকে আন্দোলনে যেতে নিষেধ করেছিলেন। ‘আমি বলেছিলাম: তোমার পায়ে গুলি লেগেছে, এবার আর যেও না। আমাদের কী হবে? কিন্তু সে বলল: ছাত্ররা যদি আন্দোলন করতে পারে, আমি ঘরে বসে থাকব কেন? পুলিশ আমার ভাইদের গুলি করে মারছে, আমি ঘরে বসে থাকতে পারব না। আমি আন্দোলনে যাব, দরকার হলে শহিদ হব। আমি যদি মরে যাই, আল্লাহ তোমাদের দেখবে।’ চার বছরের মেয়ে মরিয়ম বাবাকে না যাওয়ার জন্য অনুরোধ করেছিল। সে বলে, ‘আমি আব্বুকে বলেছিলাম, তুমি আর আন্দোলনে যেও না। আব্বু আমার কথা শোনেনি। আমি কতবার বললাম, তুমি গেলে পুলিশ গুলি করবে। পুলিশ আমার আব্বুুর মাথায় গুলি করেছে। আমার আব্বুুকে যারা মেরেছে, আমি তাদের বিচার চাই।’ জুনায়েদের মৃত্যুর পর তার পরিবার গ্রামের বাড়িতে চলে যায়। তার বাবা আনোয়ার হোসেন অসুস্থ। ডান চোখে দেখতে পান না, বাঁ চোখেও ঝাপসা দেখেন। হাঁপানির সমস্যাও রয়েছে। সম্প্রতি জুনায়েদের স্ত্রী হাফসা আক্তারকে তার ছোট ভাই আরিফুল ভূঁইয়ার (২৫) সঙ্গে বিয়ে দিয়েছেন বাবা আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘নাতনির মুখের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার তিন ছেলে ও এক মেয়ে ছিল। এক ছেলে আন্দোলনে শহিদ হয়েছে, আর একমাত্র মেয়ে করোনায় মারা গেছে। আমার আর কোনো মেয়ে নেই, তাই হাফসাকে মেয়ে মনে করেই ছোট ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি। হাফসা খুব ভালো মেয়ে। আজকের যুগে এমন ভালো মেয়ে পাওয়া কঠিন।’ আরিফুল বলেন, ‘পরিবারের সবার কথামতো আমি রাজি হয়েছি। কয়েক সপ্তাহ আগে আমাদের বিয়ে হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।’ জুনায়েদের পরিবার ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে পাঁচ লাখ টাকা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুই লাখ টাকা সহায়তা পেয়েছেন বলে জানান আনোয়ার হোসেন। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
Cause
পুলিশের গুলিতে মাথায় আঘাত লেগেছে।
English
Name
Info
Birth Place
Profession
Bio
On the eve of a mass uprising that would force authoritarian Sheikh Hasina to flee the country, battery-powered rickshaw driver Junayed Bhuiyan was killed by police gunfire on August 4, 2024. Before joining the protest, he told his wife, "If I die, Allah will take care of you." Junayed, a resident of Hasnabad East Para village in Raipura upazila of Narsingdi, grew up in the Gulshan and Mirpur-10 areas. He supported his family by working as a rickshaw driver. He lived in a rented house in the Mirpur-10 Jatrapattie Jalalkhana area with his wife, Hafsa Akter, 21, and their four-year-old daughter, Mariam. On August 4, a clash between police and students was underway at the Mirpur-10 Golchattar. Junayed was also present. At one point, his friends retreated, but Junayed stayed. Around 2 pm, he was hit by a police bullet in the head. The people present tried to take him to various hospitals, but he could not be admitted anywhere. He was eventually taken to the National Institute of Neurosciences, where his condition was found to be critical, and he was put in the ICU. After the bullet was removed from his head, he died around 12 am. The next day, on August 5, he was buried in the family graveyard in his village. Junayed's father, Anwar Hossain Bhuiyan, 55, said his son was not involved with any political party. He added that initially, Junayed did not participate much in the protests, but after police shot at students, he began to join in regularly. On July 25, he was shot in the leg during a protest and had to undergo surgery to remove the bullet. Hafsa Akter said she repeatedly asked Junayed not to participate in the protests. "I told him, 'You've been shot in the leg, don't go to the protests again. What will happen to us?' But he said, 'If the students can protest, why should I stay home? The police are killing my brothers; I won't stay home. I'll join the protests, and if needed, I'll become a martyr. If I die, Allah will take care of you.'" Their four-year-old daughter, Mariam, had asked her father not to go to the protests. She said, "I told my father, 'Don't go to the protests.' He didn't listen. I told him many times, 'The police will shoot you.' The police shot my father in the head. I want justice for my father's killers." After Junayed's death, his family moved to their village home. Anwar Hossain is currently unwell, unable to see with his right eye and having blurred vision in his left eye, along with breathing difficulties. Recently, Junayed's wife, Hafsa Akter, was married to her younger brother-in-law, Ariful Bhuiyan, 25, by Anwar Hossain. He explained, "I made this decision looking at my granddaughter's face. I had three sons and one daughter. One son was martyred in the protests, and my only daughter died from COVID-19. I don't have any other daughters, so I married Hafsa to my youngest son, considering her as my daughter. Hafsa is a very good girl, and it's hard to find someone like her in today's era." Ariful said, "I agreed to the marriage as per the family's decision. We got married a few weeks ago. Please pray for us." Junayed's family received assistance of Tk 5 lakh from the "July Shaheed Smriti Foundation" and Tk 2 lakh from Bangladesh Jamaat-e-Islami. However, no case has been filed in this incident yet, according to Anwar Hossain.
Cause
Shot in the head by police.
Submit Edit Request