JSONify
New
Profile
Logout
Form
JSON
Verified:
Show:
Age
Date of Birth
Pick a date
Date
05/08/2024
Gender
Image URL
Sources
Clear Data
Fill the fields
Bengali
Name
Info
Birth Place
Profession
Bio
কৃষক বাবার ছোট ছেলে হাফেজ মোহাম্মদ উসামা। তাঁর ইচ্ছা ছিল বড় আলেম হয়ে ইসলামের বাণী চারদিকে প্রচার করবেন। কিন্তু এ স্বপ্ন বাস্তবে রূপ নেয়ার আর সুযোগ পেল না। পুলিশের ছোঁড়া বুলেটে তছনছ হয়ে গেলো সব। গণমানুষের অধিকারের আদায়ের লক্ষ্যে গেল বছরের জুলাইয়ে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন। সবশেষে তা রূপ নেয় গণঅভ্যুত্থানে। মানুষের অধিকার আদায়ের জন্য এবং বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্ন নিয়ে মোহাম্মদ উসামা আন্দোলনে সক্রিয় হন। তার নেতৃত্বে ছাত্র জনতার একাংশ দুর্বার আন্দোলন গড়ে তোলে। কিন্তু গত পাঁচ আগস্ট বিজয়ের মুহুর্তে বুলেটের কাছে হার মানেন উসামা। তার গলা ও পিঠ দিয়ে বুলেট এফোঁড় ওফোঁড় করে বেরিয়ে যায়। রাজপথে তাজা রক্ত দিয়ে উসামার মতো আরো অনেকে তৈরি করেছেন নতুন ইতিহাস। আমাদের উপহার দিয়ে গেছেন ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশ। কুষ্টিয়া সদর উপজেলার আলমপুরের শিমুল গ্রামের কৃষক জয়নাল আবেদীন (৫০) ও গৃহিণী রাবেয়া খাতুন(৪৫) এর ছোট ছেলে মোহাম্মদ উসামা (১৭)। কৃষক হলেও জয়নাল আবেদীন সম্ভ্রান্ত মুসলিম ও ধর্মভীরু। বড় মেয়ে সুমাইয়া,(২৩) মেজ ছেলে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মাহমুদুল হাসান (২১) ও ছোট ছেলে মোহাম্মদ উসামা কে নিয়ে ছিল তার সুখের সংসার। জয়নাল আবেদীনের তিন ছেলে মেয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত। এর মধ্যে শহিদ উসামা ১৫ পাড়া কুরআনের হাফেজি শেষ করে কোয়াতুল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অধ্যায়নরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, জুলাই এর ১৭ তারিখ থেকে সকল বাধা ও প্রতিবন্ধকতা পায়ে মাড়িয়ে আন্দোলনে সরব ছিলেন উসামা। প্রশাসনের গ্রেফতারের ভয় থাকলেও ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে অদম্য সাহস নিয়ে আন্দোলনের অগ্রভাগেই অবস্থান নেন তিনি। এভাবেই চলছিল প্রতিদিন। গত পাঁচ আগস্টও উসামা কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে শক্ত ও দৃঢ় অবস্থান নেন। ঐ দিন সকাল থেকেই বৃষ্টির মধ্যেই ছাত্র জনতার কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন উসামা। এদিকে পুলিশ এলোপাথাড়ি ভাবে গুলি, টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড ছুঁড়তে থাকে। অভ্যুত্থানে মৃত্যুর ভয়কে জয় করে অনড় অবস্থানে থাকেন উসামা। দুপুরের পর স্বৈরশাসক হাসিনার পদত্যাগ করে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পরও থানা পুলিশের অমানবিক আচরণ আর গুলিবর্ষণ বন্ধ হয়নি। একপর্যায়ে উসামাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশ। রক্তাক্ত হয়েও অবস্থান ত্যাগ করেননি তিনি। পরে রাস্তাতেই লুটিয়ে পড়েন। আন্দোলনে অংশ নেওয়া অন্য সহযোদ্ধারা উসামাকে উদ্ধার করে কুষ্টিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। উসামা দেশের জন্য শহিদ হয়েছে এবং সে আমাদের গর্ব এমন মন্তব্য করে তার বড় ভাই মাহমুদুল হাসান বাসসকে বলেন, আমার ভাই দেশের মানুষের জন্য আন্দোলন করেছে। সে শহিদ হয়েছে। ভাই হারানোর বেদনা খুব যন্ত্রণাদায়ক, তারপরও আমরা গর্ব করি। তিনি বলেন, ৫ আগস্ট দুপুরের পরে আমি আমার ভাইকে ফোন করি, কিন্তু সে ফোন রিসিভ করছিল না। পরে তিনটার দিকে আবার ফোন দেই। তখন অপরিচিত একজন ব্যক্তি ফোন রিসিভ করে জানান আমার ভাই গুলিতে মারা গেছে। অশ্রুসিক্ত নয়নে মা রাবিয়া খাতুন বাসসকে বলেন, ‘আমার ছেলে দেশের জন্য শহিদ হয়েছে। আমরা কারো নামে কোন মামলা, অভিযোগ করিনি। আমার ছেলেকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করুক।’ কান্না জড়িত কন্ঠে শহিদ উসামার পিতা জয়নাল আবেদীন বাসসকে বলেন, ‘আমার ছেলে বড় হয়ে আলেম হতে চেয়েছিল। কিন্তু সে স্বৈরাচার পতনের আন্দোলনে অংশগ্রহণ করে দেশের জন্য শহিদ হয়েছে। আমার তিন ছেলে মেয়ের মধ্যে সব থেকে ছোট উসামা। সে দেশের জন্যে নিজের জীবন দিল। সাহায্য সহযোগিতা পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কিছু সাহায্য পাওয়ার কথা জানান। স্বজন ও প্রতিবেশীরা জানান, উসামা খুব ভালো ছেলে ছিল। অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করত। জুলাইয়ের ১৭ তারিখ থেকে সে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। দেশ নিয়ে অনেক স্বপ্ন ছিল তার। এদিকে ছোট ছেলেকে হারিয়ে পুরো পরিবার মুষড়ে পড়েছে বলেও তারা জানান।
Cause
পুলিশের গুলিতে নিহত।
English
Name
Info
Birth Place
Profession
Bio
Hafez Mohammad Usama, the youngest son of a farmer, had a dream of becoming a great Islamic scholar and spreading the teachings of Islam. However, he did not get the chance to fulfill this dream. Everything was shattered by police bullets. The anti-discrimination student movement began in July last year with the aim of achieving the rights of the masses. Eventually, it took the form of a mass uprising. Usama became active in the movement with the dream of achieving people's rights and building a discrimination-free society. Under his leadership, a section of the student community formed a strong movement. But on August 5, at the moment of victory, Usama was defeated by bullets. Bullets pierced his neck and back, and he died. With his fresh blood, Usama and many others like him created a new history on the streets. They gave us the gift of a new Bangladesh, free from fascism. Usama, 17, was the son of farmer Joyanal Abedin, 50, and housewife Rabea Khatun, 45, from Shimal village in Alampur union of Kushtia Sadar upazila. Although a farmer, Joyanal Abedin is a respectable Muslim and a devout man. His eldest daughter, Sumaiya, 23, is a second-year honors student, and his youngest son, Mohammad Usama, was studying at the Quwami madrasa after completing his Hifz (Quran memorization) at the age of 15. According to eyewitnesses and family sources, Usama was actively involved in the movement from July 17, despite the fear of arrest by the administration. With unwavering courage, he participated in the protests, chanting "Allahu Akbar." This continued every day. On August 5, Usama took a strong and firm position at the five-road intersection in Kushtia. Despite the rain, he continued the struggle with the student community. Meanwhile, the police fired randomly, using tear gas shells and sound grenades. Usama remained steadfast, overcoming the fear of death in the uprising. After the news of the dictator Hasina's resignation and escape spread in the afternoon, the inhumane behavior and gunfire by the police did not stop. At one point, the police shot Usama. Although he was bleeding, he did not leave his position. Later, he fell to the ground. His fellow protesters rescued him and took him to Kushtia Government Hospital, where the doctor on duty declared him dead. Usama's elder brother, Mahmudul Hasan, told the BBC, "My brother fought for the country, and he is a martyr. I am proud of him, although the pain of losing him is extremely painful." He added that on August 5, after noon, he called his brother, but he did not receive the call. Later, at around 3 pm, he called again, and an unknown person answered, informing him that his brother had been shot dead. Tears welled up in the eyes of Usama's mother, Rabiya Khatun, as she told the BBC, "My son is a martyr for the country. We have not filed any cases or complaints against anyone. I hope Allah will accept my son as a martyr." Usama's father, Joyanal Abedin, said, "My son wanted to become a great Islamic scholar when he grew up. But he participated in the movement against the dictatorship and became a martyr for the country. Among my three children, Usama was the youngest. He gave his life for the country." When asked about receiving assistance, Joyanal Abedin mentioned that they received some help from Jamaat-e-Islami. Family members and neighbors said that Usama was a good boy who recited the Quran beautifully. He had participated in the movement since July 17 and had many dreams for the country. The entire family is devastated after losing their youngest son.
Cause
Killed by police firing.
Submit Edit Request