JSONify
New
Profile
Logout
Form
JSON
Verified:
Show:
Age
Date of Birth
Pick a date
Date
08/08/2024
Gender
Image URL
Sources
Clear Data
Fill the fields
Bengali
Name
Info
Birth Place
Profession
Bio
পরিবারকে দারিদ্র্যমুক্ত করতে ছয় মাস আগে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে ঢাকায় যান আয়মান হোসেন রাহুল (২২)। ঢাকার রামপুরা এলাকায় একটি জুতার দোকানে কাজ নেন তিনি। দরিদ্র পরিবারে স্বচ্ছলতা ফেরাতে না পারলেও জীবন দিয়ে দেশকে স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত করার সংগ্রামে আত্মাহুতি দিয়েছেন যুবক আয়মান হোসেন রাহুল। জানা যায়, গত ১৮ জুলাই ঢাকার যমুনা ফিউচার পার্কের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন আয়মান হোসেন রাহুল। সেখানে টিয়ার গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে ঢাকার রামপুরায় ভাড়া বাসায় চলে যান। বাসায় অবস্থার অবনতি হলে বাড়ি ফেরেন রাহুল। বাড়িতে তার শারীরিক অবস্থা গুরুতর হলে ২২ জুলাই বাজিতপুরের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে ৭ আগস্ট সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন তিনি। তবে একই দিন বিকেলে শ্বাসকষ্ট শুরু হলে আবারও জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ৮ আগস্ট বিকেলে ঢাকায় নেওয়ার পথে নরসিংদী সদর এলাকায় মারা যান আয়মান হোসেন রাহুল। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদদের তালিকায় তার নাম রয়েছে ৮ নম্বরে। আয়মান হোসেন রাহুল (২২) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পাটুলি বালুর মাঠ এলাকার ট্রলার চালক মো. মিজান (৪৫) ও গৃহিণী রুমা আক্তার (৩৭)-এর বড় সন্তান। চার ভাইবোনের মধ্যে তিনিই ছিলেন বড়। ছোট ভাই মো. রাতুল (১৭) বাবার সঙ্গে কাজ করেন। রুবাইয়া (১৪) মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়াশোনা করে। সবার ছোট বোন ছয় বছর বয়সী সুরাইয়া এখনও পড়াশোনা শুরু করেনি। সরেজমিনে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পাটুলি বালুর মাঠ এলাকায় রাহুলের বাড়িতে গিয়ে দেখা যায়, বাবা মো. মিজান ও ছোট ভাই রাতুল কাজের জন্য বাইরে রয়েছেন। বাড়িতে মা রুমা আক্তার ও বৃদ্ধা দাদি লালবানু বসে আছেন। ছোট বোন রুবাইয়া মাদ্রাসায় গেছে, আর সুরাইয়া পাশের বাড়িতে খেলছে। সুরাইয়া এখনও বোঝে না যে তার বড় ভাই রাহুল চিরতরে হারিয়ে গেছে। মা রুমা আক্তার বড় সন্তান রাহুলকে হারিয়ে শোকে পাথর। তিনি বলেন, ‘আমার বাবা রাহুল খুব ভালো ছেলে ছিল। অল্প কিছু লেখাপড়া করেছে। পরিবারে স্বচ্ছলতা ফেরাতে ছয় মাস আগে ঢাকায় যায় কাজ করতে। সেখানে কাজ করে নিয়মিত টাকা পাঠাত। ছাত্র আন্দোলন শুরু হলে তাতে যোগ দেয় রাহুল। টিয়ার গ্যাসে অসুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। হাসপাতালে ভর্তি ছিল কয়েকদিন। বাড়ি আনার পর অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে ঢাকায় পাঠান। ঢাকায় নেওয়ার পথেই আমার বাবা মারা যায়।’ তিনি বলেন, ‘ডাক্তাররা বলেছিল, আমার বাবার ভেতরে সব নষ্ট হয়ে গেছে। তাই তাকে আর বাঁচানো যায়নি। এখনও প্রতিদিন আমার বাবার কথা মনে পড়ে। যে সন্তান হারিয়েছে, সেই বোঝে এই কষ্ট কতটা।’ তিনি আরও বলেন, ‘ট্রাইব্যুনালে আমার বাবা রাহুল হত্যার বিচারের দাবিতে মামলা করেছি। যারা আমার বাবাকে হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই।’ তিনি জানান, ‘এখনও কোনো সরকারি অনুদান পাইনি। বিএনপির পক্ষ থেকে ১ লাখ এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২ লাখ টাকা অনুদান পেয়েছি। সরকার যদি আমাদের পাশে দাঁড়ায়, তাহলে আমরা বাঁচতে পারব।’ শহীদ রাহুলের দাদি লালবানু বলেন, ‘এলাকার কেউ আমার নাতিকে খারাপ বলতে পারবে না। সে কখনও কারও সঙ্গে খারাপ ব্যবহার করেনি। আমার নাতি কোথায় হারিয়ে গেল! আর তো রাহুল বাড়ি ফিরবে না। আমার নাতিকে যারা হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই।’
Cause
টিয়ার গ্যাসের কারণে অসুস্থতা গুরুতর হয়ে ৮ আগষ্ট মারা যান।
English
Name
Info
Birth Place
Profession
Bio
Six months ago, Ayman Hossain Rahul (22) left home to work in Dhaka to free his family from poverty. He worked at a shoe store in the Rampura area of Dhaka. Although he couldn't bring solvency to his poor family, young Ayman Hossain Rahul sacrificed his life in the struggle to free the country from authoritarianism and fascism. It is known that on July 18, Ayman Hossain Rahul participated in the anti-discrimination student movement in front of Jamuna Future Park in Dhaka. After being affected by tear gas and falling ill, he went to his rented house in Rampura, Dhaka. As his condition worsened, Rahul returned home. When his physical condition became critical, he was admitted to Bhaglapur Jahirul Islam Medical College Hospital in Bajitpur on July 22. After somewhat recovering, he was discharged from the hospital on the morning of August 7. However, he was taken back to the hospital in the afternoon due to breathing difficulties. The attending doctor advised sending him to Dhaka for better treatment. On the way to Dhaka, Ayman Hossain Rahul died in the Narsingdi Sadar area on August 8. After his funeral, he was buried in the family graveyard. His name is on the list of martyrs at the Kishoreganj District Administrator's office, at number 8. Ayman Hossain Rahul (22) was the eldest child of Mijan (45), a tugboat driver, and housewife Ruma Akhtar (37), from the Patuli Balur Math area of Dighirpar Union in Bajitpur Upazila, Kishoreganj. Among four siblings, Rahul was the eldest. His younger brother, Ratul (17), works with his father. Rubaiya (14) is studying in a madrasa, and the youngest sister, Suraiya (6), has not started her education yet. During a visit to Rahul's house in the Patuli Balur Math area of Dighirpar Union in Bajitpur Upazila, it was seen that his father, Mijan, and younger brother, Ratul, were out working. Rahul's mother, Ruma Akhtar, and his grandmother, Lalbanu, were at home. Younger sister Rubaiya was at the madrasa, and Suraiya was playing at a neighbor's house. Suraiya still doesn't understand that her older brother, Rahul, is gone forever. Rahul's mother, Ruma Akhtar, is in shock after losing her eldest son. She says, "My father, Rahul, was a very good boy. He had some education and went to Dhaka six months ago to work and support the family. He sent money regularly. When the student movement began, Rahul joined it. After becoming ill due to tear gas, he returned home. He was hospitalized for a few days and was eventually taken to Dhaka for better treatment, where he passed away on the way." She also says, "The doctors said that everything inside my son was damaged and that he couldn't be saved. Even now, I think about my son every day. Only someone who has lost a child can understand this pain." Ruma Akhtar demands the trial of her son's murder through a tribunal and wants the death penalty for those responsible. She also mentioned that she hasn't received any government assistance yet but has received donations from BNP and Jamaat-e-Islami. Rahul's grandmother, Lalbanu, says that no one in the area can say anything bad about her grandson. "He never misbehaved with anyone. Where did my grandson go? Rahul will never return home. I want the death penalty for those who killed my grandson."
Cause
He died on August 8 due to illness caused by tear gas.
Submit Edit Request