JSONify
New
Profile
Logout
Form
JSON
Verified:
Show:
Age
Date of Birth
Pick a date
Date
05/08/2024
Gender
Image URL
Sources
Drag to reorder
Delete
Clear Data
Fill the fields
Bengali
Name
Info
Birth Place
Profession
Bio
২২ বছর বয়সী সোহেল রানা ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হকের ছেলে। ঢাকার আদাবর এলাকায় একটি থ্রি-পিস কারখানায় অ্যাম্ব্রয়ডারির কাজ করতেন তিনি। ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে সাফিয়া বেগম আরও বলেন, তিনি ৫ আগস্ট সকালে মেয়ে নুর জাহানের বাসায় যান। দুপুর ১২টার দিকে বাসায় ফেরেন। এ সময় ছেলে সোহেলকে এক বন্ধুর সঙ্গে রিকশায় যেতে দেখে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করেন। ছেলে উত্তরে বোনের বাসায় যাচ্ছে বলে জানায়। মা সাফিয়া বেগম ছেলেকে বলেছিলেন, ‘বাবা বাইরে যাইও না। আর তাড়াতাড়ি বাসায় ফিরে আইসো।’ এটাই ছিল ছেলে সোহেল রানার সঙ্গে তার শেষ কথা। এর পর সন্ধ্যা ৭টার দিকে এক অপরিচিত লোক ফোন করে জানায়, সোহেল গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তার লাশ সোহরাওয়ার্দী হাসপাতালে আছে। খবর পেয়ে দ্রুত সোহেলের বড় ভাই ইব্রাহিম হাসপাতালে ছুটে যান। সেখান থেকে রাতে লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে ভোলার উদ্দেশে রওনা হন। পরদিন ৬ আগস্ট বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সোহেল রানার লাশ। ইব্রাহিম একবার কাজ করতে গিয়ে ছয় তলা থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন। তাই এখন ঠিক মতো কাজ-কর্ম করতে পারেন না। ফলে অভাবের কারণে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। শহীদ সোহেল রানার বড় ভাই মো. ইব্রাহিম জানান, আওয়ামী হিংস্রতার শিকার হয়ে ২০০৯ সালের দিকে পুরো পরিবার নিয়ে তারা ঢাকায় পাড়ি জমান। ঢাকার আদাবর ১০ নম্বর এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন তারা। বাবা আব্দুল হক রিকশা চালিয়ে তাদের মা ও তিন ভাই-এক বোনের সংসার চালাতেন। জানা যায়, পারিবারিকভাবে তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাই এক প্রকার বাধ্য হয়েই গ্রাম ছাড়তে হয় তাদের। এরপর আস্তে আস্তে তারা বড় হলে বড় ভাই ইব্রাহিম রাজমিস্ত্রীর কাজ শুরু করেন। আর মেঝ ভাই সোহেল রানা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে অভাবের কারণে আর পড়তে পারেননি। এরই মধ্যে ২০১৮ সালে বাবা আব্দুল হকের ব্ল্যাড ক্যান্সার ধরা পড়ে। আস্তে আস্তে তিনি শয্যাশায়ী হয়ে পড়লে সোহেল রানা আদাবর এলাকার একটি থ্রি-পিসের কারখানায় অ্যাম্ব্রয়ডারির কাজ নেন। ২০২০ সালে বাবা আব্দুল হক মারা যান। এরই মধ্যে সোহেল রানাকে গত দুই-আড়াই বছর আগে বিয়ে করানো হয়। সেই ঘরে তাইয়্যেবা নামে দেড় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে তার। সোহেল রানা ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্ত্থুানের দিন দুপুর ১২টার দিকে বাসা থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে আদাবর এলাকায় আন্দোলনে যোগ দেন। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে বলা হয়, সোহেল আদাবর থানার সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালে রয়েছে। এ খবর পেয়ে তারা গিয়ে সেখান থেকে সোহেল রানার মরদেহ বুঝে নিয়ে গ্রামের বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফন করেন। এ ঘটনায় বড় ভাই ইব্রাহিম বাদী হয়ে ২০ আগস্ট ঢাকার সিএমএম আদালতে ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। ইব্রাহিম তার ভাই হত্যার বিচার দাবি করেন। একই সঙ্গে ভাইয়ের রেখে যাওয়া অবুঝ সন্তান তাইয়্যেবার ভবিষ্যতের জন্য সরকারের কাছে কিছু করার জোর দাবি জানান। ইব্রাহিম জানান, ভাই সোহেল রানার মৃত্যুর পর জেলা প্রশাসনের কাছ থেকে তাদের পরিবার সহযোগিতা পাননি এখনও। সরকারি কিম্বা কোনো ব্যক্তিগত সাহায্যও মেলেনি।
Cause
পুলিশ কর্তৃক গুলি করে হত্যা করা হয়েছে।
English
Name
Info
Birth Place
Profession
Bio
Soheel Rana, 22, is the son of late Abdul Haque of Deula Union's 3rd ward in Borhanuddin upazila of Bhola district. He used to work as an embroiderer in a three-piece factory in Adabor area of Dhaka. Safiya Begum, Soheel's mother, wept as she said, "He went to his daughter Nur Jahan's house on the morning of August 5. He returned home around 12 pm. At that time, I saw him leaving with a friend on a rickshaw and asked where he was going. He said he was going to his sister's house." Safiya Begum told her son, "Don't go out, and come back home quickly." This was the last conversation between Soheel Rana and his mother. Later, around 7 pm, an unknown person called and said that Soheel had been shot and killed. His body was at Sohrawardy Hospital. Upon receiving the news, Soheel's older brother Ibrahim rushed to the hospital and took the body to Bhola in an ambulance that night. The next day, on August 6, Soheel Rana's body was buried in the family graveyard. Ibrahim once fell from the sixth floor while working and was injured, so he cannot work properly now. As a result, they are struggling to make ends meet due to poverty. Shaheed Soheel Rana's older brother, Mohammad Ibrahim, said that they were forced to leave their home in 2009 due to Awami League violence. They started living in a rented house in Adabor area 10 of Dhaka. Their father, Abdul Haque, used to drive a rickshaw to support his family. It is known that they were involved in BNP politics. That's why they were forced to leave their village. After that, Soheel Rana's older brother, Ibrahim, started working as a laborer, and Soheel Rana stopped studying after fifth grade due to poverty. In 2018, their father, Abdul Haque, was diagnosed with blood cancer. As he became bedridden, Soheel Rana started working as an embroiderer in a three-piece factory in the Adabor area. In 2020, their father, Abdul Haque, passed away. Soheel Rana got married about two and a half years ago, and they have a one-and-a-half-year-old daughter named Taiyeba. Soheel Rana left his house around 12 pm on August 5, 2024, the day of the mass uprising, and joined the demonstration in the Adabor area with his friends. Around 7 pm, an unknown number called and said that Soheel had been shot by police in front of Adabor police station. Locals rescued him and took him to Sohrawardy Hospital, where the doctor declared him dead. The body was kept in the hospital. After receiving the news, they went to the hospital, collected Soheel Rana's body, and took it to their village home, where they buried him in the family graveyard. In this incident, the older brother, Ibrahim, filed a murder case on August 20 in the Dhaka CMM court, naming 25 people and 300 anonymous individuals. Ibrahim demands justice for his brother's murder and requests the government to take care of his brother's infant daughter, Taiyeba, for her future. Ibrahim said that since Soheel Rana's death, their family has not received any assistance from the district administration or any government or private support.
Cause
Shot by police.
Submit Edit Request