JSONify
New
Profile
Logout
Form
JSON
Verified:
Show:
Age
Date of Birth
07/01/2009
Date
04/08/2024
Gender
Image URL
Sources
Drag to reorder
Delete
Drag to reorder
Delete
Clear Data
Fill the fields
Bengali
Name
Info
Birth Place
Profession
Bio
আমার নিরপরাধ, পবিত্র কোরআনের হাফেজ পুত্র মো. মাসুম রেজা অন্তর (১৬) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে দেশের জন্য শহীদ হয়েছে। তার ছবি নিয়ে এখনও রাস্তায় দাঁড়িয়ে থাকি, এই বুঝি আমার ছেলে বাড়ি ফিরে এসে বাবা বলে ডাকবে। কিন্তু ‘বাবা’ বলে ডাক তো আর কোনো দিন শুনতে পাব না।’ দিনাজপুরের বিরল উপজেলার করলা গ্রামে ছাত্র-জনতার গণ-আন্দোলনে শহীদ মো. মাসুম রেজা অন্তরের (১৬) বাবা মো. মিজানুর রহমানের সঙ্গে কথা হয়। তিনি জানান, ২০০৫ সাল থেকে তিনি ঢাকার কোনাপাড়া এলাকায় বিভিন্ন ফ্যাক্টরিতে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। তিনি জানান, সেখানে থাকাকালীন শহীদ অন্তরের নানা পরিবারের সঙ্গে পরিচয় হয় এবং কথাবার্তার মাধ্যমে ২০০৭ সালের জানুয়ারির প্রথম দিকে মোছাম্মৎ নাহিদা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর দাম্পত্য জীবন ভালোই চলছিল। বিয়ের দুই বছর পর ২০০৯ সালের জানুয়ারিতে তাদের ছেলে মাসুম রেজা অন্তরের জন্ম হয়। কিন্তু অন্তরের বয়স যখন চার বছর, তখন তার মা-বাবার মধ্যে বনিবনা না হওয়ায় প্রায়ই ঝগড়া হতো। এরপর স্বামী-স্ত্রী ঢাকার কোনাপাড়া এলাকায় আলাদা ভাড়া বাসায় বসবাস শুরু করেন। একপর্যায়ে তাদের বিচ্ছেদ ঘটে। চার বছরের শিশু অন্তরকে মায়ের কাছে রাখা নিরাপদ মনে না করায় মিজানুর রহমান তাকে নিজের কাছে রেখে দিনাজপুরের বিরল উপজেলার নিজ গ্রামে চলে আসেন। তিনি নিজের পিতৃস্নেহে অন্তরকে লালন-পালন করতে থাকেন। পরে মিজানুর রহমান বিরল উপজেলার ধর্মপুর গ্রামের সুলতান আহমেদের কন্যা সুলতানা বেগমকে বিয়ে করেন। এই সংসারে তাদের দুটি কন্যাসন্তান রয়েছে: প্রথম কন্যা মোছাম্মৎ মিনু আক্তার (৯) ও দ্বিতীয় কন্যা মাহিমা আক্তার (৪)। তারা স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় পড়ালেখা করছে। দ্বিতীয় স্ত্রী সুলতানা বেগম প্রথম পক্ষের সন্তান অন্তরকে নিজের সন্তানের মতোই দেখাশোনা করতেন। মিজানুর রহমান কখনো অন্তরকে তার স্নেহ-ভালোবাসার কমতি অনুভব করতে দেননি। তিনি অন্তরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে ঢাকা হাজারীবাগ ঝাউচর এলাকার আল-নূর কওমি মাদ্রাসায় ভর্তি করান। আট বছর ধরে সেখানে হাফেজিয়া পড়াশোনা শেষে অন্তর একজন পূর্ণাঙ্গ হাফেজ হয়ে ওঠে। এরপর কওমি ধারায় আলেম হওয়ার জন্য বিভিন্ন কিতাব নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর দিন ৬ আগস্ট অন্তরের বাবা মিজানুর রহমান ফেইসবুকে তার ছেলে অন্তর আন্দোলনে অংশগ্রহণ করেছে বলে জানতে পারেন। জানতে পারেন, ঢাকা হাজারীবাগ ঝাউচর আল-নুর মাদ্রাসার শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়ে অনেক শিক্ষার্থী শহীদ হয়েছেন। অনেকেই গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই সংবাদ পাওয়ার পর মিজানুর রহমান দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। ৬ আগস্ট বিকেল সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি ছেলের খোঁজ করেন। কিন্তু চিকিৎসাধীন কোনো গুলিবিদ্ধ রোগীর তালিকায় তার সন্তানের নাম ছিল না। পরে মর্গে গিয়ে অন্তরের লাশ খুঁজতে শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পর তিনি, অন্তরের নানা মোহাম্মদ আলী ও মামা মোসলেম উদ্দিন মর্গে পচন ধরা অবস্থায় অন্তরের লাশ শনাক্ত করেন। মর্গের লোকজন তাদের বলেন, এই ছেলে গত ৪ আগস্ট ঘটনাস্থলে মারা গিয়েছে। সেদিন থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদান্ত শেষে লাশ-ঘরে পড়ে রয়েছে। ঢাকা মেডিকেলের মর্গ থেকে মিজানুর ও তার অন্তরের মামা মোসলেম উদ্দিন ও নানা মোহাম্মদ আলী কাঁধে করে মর্গ থেকে লাশ এম্বুলেন্সে ওঠান। গত ৬ আগস্ট বাদ মাগরিব নামাজে জানাজা শেষে মাসুম রেজা অন্তরের লাশ তার মা ও নানা-মামার কথামতো নানাবাড়ি পাশে ঢাকা কোনাপাড়া ডগাই সরকারি কবরস্থানে দাফন করা হয়। শহীদ অন্তরের বাবা মিজানুর রহমান বলেন, ‘আমার শহীদ পুত্র অন্তর একজন পবিত্র কোরআনের হাফেজ। সে জীবনের শেষ দিন পর্যন্ত ইসলামের জন্য পড়াশোনা ও কাজ করেছে। আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দেবেন বলে আমি বিশ্বাস করি।’ তিনি দাবি জানিয়ে বলে, ‘যারা আমার নিরপরাধ সন্তানকে নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করেছে, তাদের যেন এ দেশের মাটিতে ন্যায়বিচারের আওতায় আনা হয়। তাহলেই আমার সন্তানের আত্মা শান্তি পাবে।’
Cause
পুলিশ কর্তৃক গুলি করে হত্যা করা হয়েছে।
English
Name
Info
Birth Place
Profession
Bio
My innocent, pure Quran Hafez son Muhammad Masum Reza Antor (16) has been martyred by participating in the anti-discrimination student movement for the country. I still stand on the road with his picture, thinking that my child will return home and call out to me as "father". But I will never hear that call again. In Karala village of Biral upazila in Dinajpur, I spoke with Muhammad Mizanur Rahman, the father of martyred Muhammad Masum Reza Antor (16). He informed me that since 2005, he worked as an electrician in various factories in the Konapara area of Dhaka. He stated that while living there, Antor's maternal family became acquainted with him, and through conversations, he married Moshammat Nahida Begum in early January 2007. After their marriage, they led a happy life. Two years after their marriage, in January 2009, their son Masum Reza Antor was born. However, when Antor was four years old, his parents frequently quarreled due to a lack of understanding. Consequently, Mizanur Rahman and his wife began living in separate rented houses in the Konapara area of Dhaka. Eventually, they separated. Considering it unsafe to leave the four-year-old Antor with his mother, Mizanur Rahman took him to his own village in Biral upazila, Dinajpur, and raised him with his paternal affection. He married Sultan Begum, the daughter of Sultan Ahmed from the Dharmapur village in Biral upazila. They have two daughters: Moshammat Minu Akter (9) and Mahima Akter (4), who are studying at a local Girls' Madrasa. Mizanur Rahman's second wife, Sultan Begum, took care of Antor like her own child. Mizanur Rahman never made Antor feel a lack of love and care. To educate Antor in Islamic studies, Mizanur Rahman admitted him to the Al-Noor Komi Madrasa in Hazaribagh, Dhaka. After completing his Hafezi studies there for eight years, Antor became a full-fledged Hafez. He continued his studies in the Komi stream to become an Aleem. After the student uprising and the fall of the fascist government, on August 6, Mizanur Rahman learned through Facebook that his son Antor had participated in the movement. He discovered that students from Dhaka's Hazaribagh Jhautchar Al-Noor Madrasa had joined the student movement at Shahbagh intersection on August 4, and many students had been martyred. Some were undergoing treatment at Dhaka Medical College Hospital. Upon hearing the news, Mizanur Rahman left Dinajpur for Dhaka. On the afternoon of August 6, he searched for his son at Dhaka Medical College Hospital but could not find his name on the list of patients undergoing treatment. He then began searching for Antor's body at the morgue. After about an hour and a half of searching, Mizanur Rahman, accompanied by Antor's maternal grandfather Muhammad Ali and maternal uncle Moslem Uddin, identified Antor's decomposing body at the morgue. The morgue staff informed them that the boy had died on August 4 and had been stored in the morgue since then, following the post-mortem examination. Mizanur Rahman, along with Antor's maternal uncle and grandfather, carried the body from the morgue on their shoulders and placed it in an ambulance. On August 6, after the Maghrib prayer, Antor's funeral was held, and he was buried at the Dogachhi government cemetery in Konapara, Dhaka, as per the wishes of his mother and maternal family. Mizanur Rahman, the father of the martyred Antor, stated, "My martyred son Antor was a Hafez of the Holy Quran. He studied and worked for Islam until his last day. I believe that Allah will grant him the status of a martyr." He demanded, "Those who brutally shot and killed my innocent child must be brought to justice in this country. Only then will my child's soul find peace."
Cause
Shot dead by police.
Submit Edit Request