JSONify
New
Profile
Logout
Form
JSON
Verified:
Show:
Age
Date of Birth
Pick a date
Date
05/08/2024
Gender
Image URL
Sources
Drag to reorder
Delete
Clear Data
Fill the fields
Bengali
Name
Info
Birth Place
Profession
Bio
বৈষম্যমুক্ত সমাজের স্বপ্ন দেখতেন সাইফুল, যেখানে তার ছেলে সেনা কর্মকর্তা হবে, আর মেয়ে হবে ডাক্তার। সেই স্বপ্ন বুকে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করতেন তিনি এবং প্রায়ই অংশ নিতেন মিছিলে, প্রতিবাদ-বিক্ষোভে। কিন্তু সেই স্বপ্নের কুঁড়ি দল মেলার আগেই শহীদের খাতায় নাম লেখালেন তিনি। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার নদীভাঙন কবলিত বাহেরচর গ্রামে দরিদ্র এক পরিবারে জন্ম নেওয়া শহীদ মো. সাইফুল ইসলাম (৩৬) প্রায় ১৮ বছর ধরে ঢাকা মহানগরীর সদরঘাট এলাকার গেটওয়াল মার্কেটের একটি কারখানায় শ্রমিক হিসেবে কাপড় ইস্ত্রির কাজ করতেন। সম্প্রতি বাসস-এর সঙ্গে আলাপকালে রানী বলেন, গত ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে খাওয়ার পর সাইফুল তাকে ফোন করে জানান যে ‘ফ্যাসিস্ট হাসিনা’ দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি তখন উচ্ছ্বসিত হয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রানী বলেন, ‘আমি বারবার সাইফুলকে সাবধান থাকতে বলেছিলাম এবং দ্রুত কারখানায় ফিরে যেতে অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি বললেন, ‘আজ আনন্দের দিন, চিন্তা করো না, কিছু হবে না।’ কিন্তু সেই বিজয় মিছিলেই বংশাল থানার সামনে পুলিশের গুলিতে সাইফুল মাথায় গুরুতর আহত হন। পরে তার সহকর্মীরা খবর দিলে তার ভাই মিরাজ ও গিয়াস ঘটনাস্থলে যান এবং বিকেল ৪টা ৪৩ মিনিটে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা বিকেল ৪টা ৫০ মিনিটে সাইফুলকে মৃত ঘোষণা করেন। রানী বলেন, ‘সাইফুল বৈষম্যমুক্ত সমাজ চেয়েছিলেন। সেই কারণেই তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করতেন এবং প্রায়ই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করতেন।’ রানী আরও বলেন, সাইফুলের সঙ্গে তার পারিবারিক জীবন খুবই সুখের ছিল। তিনি ছিলেন একজন ভালো মানুষ, ভালো স্বামী ও ভালো বাবা এবং একই সাথে একজন দায়িত্ববান সন্তান। জুলাইয়ের শেষের দিকে বিহারী গ্রামে নতুন বাড়িতে ওঠার পর সাইফুল পুনরায় ঢাকায় তার কাজে ফিরে যান। প্রতিদিন সময় পেলেই তিনি রানীর সঙ্গে মোবাইলে কথা বলতেন। এর একমাত্র ছেলে রিশাদকে সেনা কর্মকর্তা এবং একমাত্র মেয়ে ছামিয়াকে চিকিৎসক বানানোর স্বপ্ন অধরাই রয়ে গেল শহীদ মো. সাইফুল ইসলামের। সাইফুলের বাবা মো. শহীদুল ইসলাম (৬০) একটি ছোট চায়ের দোকান করে এবং কোনো রকমে তার প্রতিবন্ধী স্ত্রী, চার ছেলে ও একমাত্র মেয়ের সংসার চালাতেন। চার ভাই ও একমাত্র বোনের মধ্যে সাইফুল ছিলেন সবার বড়। তার মা হোসনে আরা বেগম (৫৫) প্রতিবন্ধী হওয়ায় কোনো কাজ করতে পারেন না। শহীদ সাইফুলের এক ভাই, মিজানুর রহমান (৩২), এক বছর আগে ক্যান্সারে মারা যান। অন্য দুই ভাই- মিরাজ (৩০) ও গিয়াস (২৫) যথাক্রমে ঢাকার একটি পোশাক কারখানায় দর্জির কাজ এবং গেটওয়াল মার্কেটে শ্রমিকের কাজ করেন। একমাত্র বোন মুক্তা (২২)-এর বিয়ে হয়েছে ভোলা জেলার একজন অটোরিকশাচালক শামসুদ্দিন (২৫)-এর সঙ্গে। ছোটবেলা থেকেই সাইফুল চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হন। ২০০৫ সালে তিনি ভাগ্যের সন্ধানে ঢাকায় চলে যান এবং সদরঘাট এলাকার গেটওয়াল মার্কেটের একটি কারখানায় কাপড় ইস্ত্রির কাজ নেন। কিছুদিন পর তিনি তার বাবা-মায়ের কাছে টাকা পাঠাতে শুরু করেন। দারিদ্র্যের কারণে ছোট ভাই মিরাজ ও গিয়াসও পর পর ঢাকায় চলে যান। মিরাজ একটি পোশাক কারখানায় দর্জির কাজ নেন। আর গিয়াস গেটওয়াল মার্কেটের একই কারখানায় সাইফুলের সঙ্গে কাপড় ইস্ত্রির কাজ নেন। সাপ্তাহিক ছুটি ও অন্যান্য কিছু সময় সাইফুল সূত্রাপুর এলাকার একটি হোটেলে নাশতা ও দুপুরের খাবার খেতেন। সেখানেই হোটেল মালিক এবং তার রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা স্ত্রীর সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। ২০০৮ সালে হোটেল মালিকের স্ত্রী পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের বিহারী গ্রামের মৃত এশাহাক মিয়ার মেয়ে রানী বেগমের সঙ্গে সাইফুলের বিয়ে ঠিক করেন। সাইফুল-রানী দম্পতি ঢাকায় বসবাস শুরু করেন। এর মধ্যে ২০১০ সালে তাদের ছেলে রিশাদ মিয়া এবং ২০১৩ সালে মেয়ে ছামিয়া আক্তারের জন্ম হয়। ছেলে রিশাদ এখন রংপুরের পীরগাছা উপজেলার বিহারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে এবং মেয়ে ছামিয়া পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করছে। ২০১৫ সালে সাইফুল রংপুরের পীরগাছা উপজেলায় স্ত্রী রানীর জন্মস্থান বিহারী গ্রামে পাঁচ শতাংশ জমি কিনেন। সম্প্রতি তিনি পরিবারের স্থায়ী বসবাসের জন্য সেখানে একটি নতুন বাড়ি তৈরি করেন এবং তার শাহাদাতের মাত্র ১০ দিন আগে নিজেই সেটির উদ্বোধন করেন। রানী বলেন, ‘আমার স্বামী শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে আমার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে। তার স্বপ্ন ছিল ছেলে সেনা কর্মকর্তা ও মেয়ে চিকিৎসক হবে। এখন আমি কী করব?’ সাইফুলের মরদেহ ঢাকা থেকে রংপুর নেওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। শেষ পর্যন্ত পরিবারের লোকজন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামে মরদেহ নিয়ে যান। পরদিন ৬ আগস্ট সকাল ১১টা ৩০ মিনিটে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Cause
পুলিশের গুলিতে নিহত।
English
Name
Info
Birth Place
Profession
Bio
Saifful had a dream of a discrimination-free society where his son would be an army officer and his daughter a doctor. With this dream in mind, he supported the anti-discrimination student movement and often participated in processions and protests. But before his dream could come true, he had his name written in the list of martyrs. Shahid Mohammad Saifful Islam (36) was born into a poor family in Baherchar village, which is prone to river erosion, in Mehendiganj upazila of Barisal district. For almost 18 years, he worked as a laborer in a factory in the Gatewall Market area of Sadarghat in Dhaka city, where he ironed clothes. Recently, in a conversation with BAS, Rani said that on August 5, after lunch, around 2:30 pm, Saifful called her and said that 'fascist Hasina' had fled the country. He was excited and expressed his gratitude to Allah. Rani said, "I repeatedly told Saifful to be careful and asked him to return to the factory quickly. But he said, 'Today is a day of joy, don't worry, nothing will happen.'" However, during the victory procession, Saifful was seriously injured in the head by police gunfire in front of the Bongshal police station. Later, when his colleagues informed his family, his brother Miraj and Gias went to the scene and took him to Sir Salimullah Medical College Hospital (Mitford Hospital) at 4:43 pm. The doctors declared Saifful dead at 4:50 pm. Rani said, "Saifful wanted a discrimination-free society. That's why he supported the anti-discrimination student movement and participated in protests. He was a good person, a good husband, and a good father, and at the same time, a responsible son." At the end of July, after moving into a new house in Bihari village, Saifful returned to Dhaka to work. Whenever he had time, he would talk to Rani over the phone. Saifful's dream of making his only son, Rishad, an army officer and his only daughter, Chamia, a doctor, remained unfulfilled. Saifful's father, Mohammad Shahidul Islam (60), runs a small tea shop and somehow manages to support his family, including his disabled wife, four sons, and one daughter. Saifful was the eldest among his siblings. His mother, Hosen Ara Begum (55), is disabled and unable to work. One of Saifful's brothers, Mizanur Rahman (32), died of cancer a year ago. The other two brothers, Miraj (30) and Gias (25), work as a tailor in a garment factory in Dhaka and as a laborer in the same factory as Saifful in Gatewall Market, respectively. Their only sister, Mukta (22), is married to a rickshaw driver, Shamsuddin (25), from Bhola district. Since childhood, Saifful grew up fighting extreme poverty. In 2005, he went to Dhaka in search of luck and started working in a factory in the Gatewall Market area, ironing clothes. After a few days, he began sending money to his parents. Due to poverty, his younger brothers, Miraj and Gias, also moved to Dhaka. Miraj started working as a tailor in a garment factory, and Gias worked in the same factory as Saifful, ironing clothes. On weekends and other times, Saifful would eat breakfast and lunch at a hotel in the Sutrapur area. There, he developed a good relationship with the hotel owner and his wife, who lived in Pirgachha upazila, Rangpur. In 2008, the hotel owner's wife arranged Saifful's marriage to Rani Begum, the daughter of late Eshahak Mia from Bihari village, Pirgachha upazila. The couple started living in Dhaka. Meanwhile, in 2010, their son Rishad Mia was born, and in 2013, their daughter Chamia Akter was born. Their son Rishad is currently studying in class eight at Bihari Dhimukhi High School in Pirgachha upazila, Rangpur, and their daughter Chamia is studying in class five. In 2015, Saifful bought five decimal of land in Bihari village, Pirgachha upazila, and recently built a new house there for his family's permanent residence. Just 10 days before his martyrdom, he inaugurated the house himself. Rani said, "With my husband's martyrdom, everything in my life has ended. He had a dream that our son would be an army officer and our daughter would be a doctor. What can I do now?" Saifful's body was taken from Dhaka to Rangpur, but no ambulance was available. Finally, the family took the body to Baherchar village, Mehendiganj upazila, Barisal district. The next day, on August 6, at 11:30 am, he was buried in the family cemetery.
Cause
Shot dead by police.
Submit Edit Request