JSONify
New
Profile
Logout
Form
JSON
Verified:
Show:
Age
Date of Birth
Pick a date
Date
04/08/2024
Gender
Image URL
Sources
Drag to reorder
Delete
Clear Data
Fill the fields
Bengali
Name
Info
Birth Place
Profession
Bio
‘তোমার সঙ্গে আর দেখা হবে কিনা জানি না। হায়াত-মউত সব আল্লাহর হাতে। আমার মেয়েটিকে দেখে রেখো।’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে বাড়ি বের হওয়ার আগে স্ত্রী মৌসুমীকে এ কথাগুলো বলে গিয়েছিলেন শহীদ সোহানুর রহমান রঞ্জু। রঞ্জুর স্ত্রী জানান, 'ঘটনার আগের দিন আমি তাকে বলেছিলাম, তুমি আন্দোলনে যাচ্ছো, কিন্তু পুলিশ যেভাবে গুলি করছে—সাধারণ মানুষসহ অনেককে গুলি করে মারছে—তুমি যেও না। জবাবে তিনি বলেছিলেন, ‘গুলি করা বন্ধ হয়েছে। আজকে দেশ স্বাধীন করব, না হয় জীবন দেব।’ এই বলে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। সেদিনই তিনি জীবন দেন। আমার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।' যাওয়ার সময় তিনি স্ত্রীকে বলে যান, 'তোমার সঙ্গে আর দেখা হবে কিনা জানি না। হায়াত-মউত সব আল্লাহর হাতে। আমার মেয়েটিকে দেখে রেখো।' সিরাজগঞ্জ পৌরসভার মাছুমপুর ইউনিয়নের দক্ষিণপাড়ার নিজ বাসায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শহীদের স্ত্রী মৌসুমী খাতুন (৩২)। শহীদ সোহানুর রহমান ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার মাছুমপুর ইউনিয়নের দক্ষিণপাড়ার বাসিন্দা। স্ত্রী ও কন্যাকে নিয়ে তিনি ভালোই ছিলেন। ছোটবেলা থেকেই তিনি নম্র-ভদ্র ছিলেন, এবং নিজের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতেন, সাহায্য করতেন। তার স্ত্রী ও দুই বছরের কন্যা সুমাইয়া খান রোজা বর্তমানে জীবনের কঠিন সময় পার করছেন। রঞ্জুর বাবা মো. মাজেদ খান ও মা শামসুন নাহার বহু আগেই মারা গেছেন। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকায় একটি ডেন্টাল ক্লিনিক চালাতেম। পরে সিরাজগঞ্জ নিউমার্কেটে ‘খান ডেন্টাল’ নামে আরেকটি ক্লিনিক চালু করেন, যেখানে বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা এসে সাধারণ মানুষকে সেবা দিতেন। ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১০টার দিকে সোহানুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মিছিলে যোগ দেন। ওইদিন সিরাজগঞ্জ এস.এস. রোডে মিছিল শুরু হয়। ক্রমেই জনসমাগম বাড়তে থাকে। সকাল ১১টার দিকে মাহবুব শপিং কমপ্লেক্সের সামনে পৌঁছালে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসী বাহিনী আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। তাদের ছোড়া একটি গুলি শহীদ সোহানুর রহমান রঞ্জুর ডান চোখে লাগে এবং মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। জনতা তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শহীদ রঞ্জু পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। ৪ আগস্ট তিনি শহীদ হলেও ৬ আগস্ট সকালেই জানাজা শেষে শহরের কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হয়। এর আগে এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত করা হয়। দুই বছরের শিশু কন্যা সুমাইয়া এখনো বুঝতে পারে না, তার বাবা আর ফিরবেন না। প্রতিদিন মা মৌসুমীর কাছে সে জানতে চায়—'বাবা কই? বাবা কবে আসবে?' মোবাইলে বাবার ছবি দেখিয়ে মৌসুমী তাকে সান্ত্বনা দেন। শিশুটির চোখে যেন বাবাকে দেখার এক অদম্য ক্ষুধা। সারা দিন খুঁজে ফেরে তার প্রিয় বাবার মুখ। শহীদ রঞ্জুর স্ত্রী বলেন, 'উনার শেষ কথাগুলো বারবার মনে পড়ে। মিছিলে যাওয়ার আগে তিনি মেয়েকে দেখে রাখতে বলেছিলেন। আজ নয় মাস হয়ে গেছে—উনি নেই। আমি যেন জীবন্ত লাশ। সবচেয়ে কষ্ট হয়, যখন মেয়েটা ওর বাবার শার্ট বুকে জড়িয়ে কান্না করে, আর আমাকে জিজ্ঞেস করে—‘আব্বু কবে আসবে?’ তখন আমার হৃদয় ভেঙে যায়। তিনি বলেন, 'আমি কীভাবে বলব, ওর আব্বু আর কোনো দিন আসবে না। ওর বাবাকে সে আর কখনো দেখতে পাবে না, ডাকতে পারবে না। বাইরে থেকে এসে মেয়েকে বুকে জড়িয়ে ধরবে না কেউ।' মৌসুমী জানান, 'প্রতিদিন মেয়েকে নানা ধরনের আশ্বাস দিয়ে খাওয়াতে হয়। বাবা ফিরবে—এই আশা দিয়ে তাকে ঘুম পাড়াতে হয়। এসব সান্ত্বনার আড়ালে নিজের বুকের কষ্ট চেপে রাখি।'
Cause
সকাল ১১টার দিকে মাহবুব শপিং কমপ্লেক্সের সামনে পৌঁছালে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসী বাহিনী আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। তাদের ছোড়া একটি গুলি শহীদ সোহানুর রহমান রঞ্জুর ডান চোখে লাগে এবং মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। জনতা তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
English
Name
Info
Birth Place
Profession
Bio
I don't know if I'll ever see you again. Life and death are in the hands of Almighty Allah. Take care of my daughter. These were the last words of Shaheed Sohanur Rahman Ranju to his wife Mousumi before he left home to participate in the anti-discrimination student movement. Mousumi said, "The day before the incident, I told him, 'You're going to the protest, but the police are shooting people, including ordinary citizens - don't go.'" He replied, "The shooting has stopped. Today, I'll either free the country or give my life." Saying this, he left home and gave his life that very day. All my dreams have been reduced to ashes. Before leaving, he told his wife, "I don't know if I'll ever see you again. Life and death are in the hands of Almighty Allah. Take care of my daughter." Mousumi, the wife of the deceased, said this in a conversation with a reporter from the national news agency at her home in Dakshinpara, Machumpur Union, Sirajganj Municipality. Shaheed Sohanur Rahman Ranju was a resident of Dakshinpara, Machumpur Union, Sirajganj Municipality. He lived with his wife and daughter. From a young age, he was a humble and gentle person who always stood by others and helped those in need. His wife, Mousumi, and two-year-old daughter, Sumaiya Khan Roza, are currently going through a tough time. Ranju's parents, Mohammad Mazed Khan and Shamsun Nahar, passed away a long time ago. He was the second among five brothers and two sisters. At the beginning of his career, he ran a dental clinic in Dhaka. Later, he opened another clinic called 'Khan Dental' in Sirajganj New Market, where doctors from various hospitals provided services to ordinary people. On August 4, 2024, at around 10 am, Sohanur joined a procession for the anti-discrimination student movement. The procession started on SS Road in Sirajganj. As the crowd grew, they reached the Mahbub Shopping Complex, where the Awami League and Jubo League's terrorist forces launched an attack on the protesters. One of the bullets fired hit Shaheed Sohanur Rahman Ranju in the right eye and came out from the back of his head. The crowd immediately took him to the hospital, where the doctors declared him dead. Shaheed Ranju was the joint general secretary of the municipal unit of Jubo Dal. Although he was martyred on August 4, his funeral was held on the morning of August 6, and he was buried in the Kanapara graveyard of the city. Prior to this, his autopsy was performed at M. Manzur Ali Medical College Hospital. Two-year-old daughter Sumaiya still doesn't understand that her father will never return. Every day, she asks her mother, "Where's Daddy? When will Daddy come?" Mousumi consoles her by showing her father's picture on the phone. The child has an insatiable hunger to see her father. She spends the whole day searching for her beloved father. The wife of Shaheed Ranju said, "His last words keep echoing in my mind. Before joining the procession, he asked me to take care of our daughter. It's been nine months since he's gone - he's no more. I'm like a living corpse. The most painful thing is when my daughter hugs her father's shirt and cries, asking me, 'When will Daddy come?' My heart breaks at that moment." She said, "I don't know how to tell her that her father will never come back, that she'll never see him again, that she'll never be able to call out to him. No one will come from outside and hug her." Mousumi said, "Every day, I have to feed my daughter by giving her various assurances. I put her to sleep by giving her the hope that her father will return. I hide my own pain behind these consolations."
Cause
At around 11 am when they reached in front of Mahbub Shopping Complex, the terrorist forces of Awami League and Jubo League launched an attack on the protesters, one of the bullets they fired hit Shahid Sohanur Rahman Ranju's right eye and came out from the back of his head, the crowd immediately took him to the hospital where the doctors declared him dead.
Submit Edit Request